Manu Bhaker: ভগবদ গীতাই মনুর সাফল্যের নেপথ্যে, ব্রোঞ্জ জিতে কী বললেন ভারতের শ্যুটার
প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক। ১০ মিটার এয়ার পিস্তল শ্যুটিংয়ে ব্রোঞ্জ জয় শ্যুটিংয়ে ব্রোঞ্জ জয় মনু ভাকরের শ্যুটিংয়ে প্রথম কোনও ভারতীয় মহিলা শ্যুটার পদক জিতলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২২১.৭ স্কোর করে ফাইনালে তৃতীয় স্থান অধিকার করে নিলেন মনু। সোনা ও রুপো জিতলেন কোরিয়ার ২ শ্যুটার। ২১ তম শটের শেষে ০.১ পয়েন্টে এগিয়ে দু'নম্বরে ছিলেন মনু। ২২ তম শটে ১০.৩ স্কোর করেন।
দক্ষিণ কোরিয়ার শ্যুটার ১০.৫ স্কোর করে মনুকে টপকে যান। সোনাজয়ী কোরিয়ার শ্যুটার ওহ ইও জিন ২৪৩.২ স্কোর করেন। যা অলিম্পিক্সের মঞ্চে বিশ্বরেকর্ড। দ্বিতীয় স্থানে থাকা কোরিয়ার কিম ইয়ে জি ২৪১.৩ স্কোর করেন।
প্যারিস অলিম্পিক্সে মনুর সমর্থনে এদিন উপস্থিত ছিলেন প্রচুর ভারতীয় সমর্থক। প্রত্য়েকের হাতেই ছিল মনুর প্ল্যাকার্ড।
ম্য়াচ জিতেই মনু বলেন, ''আমি খুব গীতা পড়ি। গীতা আমায় অনুপ্রেরণা জুগিয়েছে। অর্জুনের উক্তিটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। (আজ ফাইনালে) সেটা আমায় অনুপ্রেরণা জুগিয়েছে।''
অদম্য লড়াই, জেদ, খেলার প্রতি মুহূর্তে মনের মধ্যে রেখেছেন গীতার বাণীকেই। শক্তি পেয়েছেন তা থেকেই। সে কথাই উল্লেখ করেছেন মনু ভাকের।
মনু আরও বলেন, ''আমি ব্রোঞ্জ জিতে বেজায় খুশি। তবে আশা করি আগামীতে আরও ভাল হবে। আমি ভাগ্য়ের উপর সবটা ছেড়ে দিয়েছিলাম। কারণ ফলাফলে আমার হাত নেই।''
২০০২ সালের ১৮ ফেব্রুয়ারি হরিয়ানার ঝাজ্জর জেলার গরিয়ায় জন্মগ্রহণ করেছিলেন । অল্প বয়সে টেনিস, বক্সিং, স্কেটিং, মণিপুরি মার্শাল আর্ট হুয়েন ল্যাঙ্গলনও শেখেন।
বছরের পর বছর ধরে একাধিক পুরস্কার ও স্বীকৃতি জেতেন মনু। ২০১৮-য় যুব অলিম্পিক্স গেমসে সোনার পদক জেতেন।
টোকিওতে পিস্তল খারাপ হয়ে গিয়েছিল। যার জন্য স্বপ্নভঙ্গ হয়েছিল এই তরুণীর। কিন্তু প্যারিস সেই হতাশা ঝেড়ে অবশেষে পদক জিতলেন মনু।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -