Paris Olympics 2024: অলিম্পিক্সে জোড়া পদক ঝুলিতে, মনু ভাকেরের কোচ মুনখব্যয়র দর্জসুরিনকে চেনেন?
প্যারিস অলিম্পিক্সে দুটো ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের। ১০ মিটার এয়ার পিস্তল ব্যক্তিগত ও মিক্সড টিম ইভেন্টে পদক জেতেন মনু। মনুর কোচকে চেনেন?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমনু ভাকের ও সরবজ্যোৎ সিংহের কোচ হিসেবে ভারতীয় দলের সঙ্গে প্য়ারিস অলিম্পিক্সে আছেন মুনখব্যয়র দর্জসুরিন।
১৯৯২ বার্সেলোনা অলিম্পিক্সে ২৫ মিটার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জেতেন মঙ্গোলিয়ার হয়ে খেলে।
২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে জার্মানির হয়ে খেলতে নেমেছিলেন মুনখব্যয়র দর্জসুরিন। সেখানেও ব্রোঞ্জ জেতেন তিনি।
প্য়ারিস অলিম্পিক্সে ভারতের যে শ্যুটিং দল খেলতে নেমেছিল। সেই দলের কোচ হিসেবে গিয়েছিলেন মুনখব্যয়র দর্জসুরিন। মনু, সরবজ্যোৎদের কোচ ছিলেন তিনি।
মনুর সঙ্গে বারবারই দেখা গিয়েছে মুনখব্যয়রকে। গতকাল ২৫ মিটার পিস্তল ইভেন্টে মনু চতুর্থ স্থান অধিকার করার পর মনুকে স্বান্ত্বনা দিতে দেখা গিয়েছে।
৫৫ বছরের এই প্রাক্তন শ্যুটার এর আগে ভারতের আরেক শ্যুটার রাহি সরনব্যোৎকে কোচিং করিয়েছিলেন। যিনি ২০১৮ এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন।
মঙ্গোলিয়ার হয়ে কেরিয়ার শুরু করেছিলেন মুনখব্যয়র। এরপর জার্মানি পাড়ি দেন। মঙ্গোলিয়ার হয়ে ১৯৯৮ সালে আইএসএসএফ শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে জিতেছিলেন।
তিনি ২০০৪, ২০০৮, ২০১২ অলিম্পিক্সে জার্মানির হয়ে খেলতে নেমেছিলেন। ২০২২ সালে কোচের পদে প্রথম নিযুক্ত হন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -