Vinesh Phogat: কীভাবে নিজেকে গড়েছেন? বিনেশের জীবন দর্শনের এই দশ দিক আপনার ভাবধারও বদলে দিতে পারে
বিনেশ ফোগত। প্যারিস অলিম্পিক্সে ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে উঠেও যিনি ছিটকে গেলেন বুধবার টুর্নামেন্ট থেকে। ম্য়াচ হেরে নয়, সামান্য ১০০ গ্রাম ওজন বেশি হওয়ার জন্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিনেশের জীবনযুদ্ধ চলছিলই গত কয়েক বছর ধরে। ভারতীয় কুস্তি সংস্থার তৎকালীন প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিংহের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও মহিলা কুস্তিগিরদের যৌন নির্যাতনের অভিযোগে আন্দোলনের অন্যতম মুখ ছিলেন ভিনেশ।
স্বপ্ন দেখতে হল, স্বপ্নকে সত্যি করতে হলে পরিশ্রমের কোনও বিকল্প নেই। বিনেশ নিজে অসম্ভব পরিশ্রমী। কঠোর অনুশীলনের মধ্যে নিজেকে রাখতেন। যা ভীষণভাবে অনুপ্রেরণা জোগানোর মত।
২০১৬ সালে রিও অলিম্পিক্সে সময় হাঁটুর চোটে কেরিয়ার প্রায় শেষ হতে চলেছিল। কিন্তু সেখান থেকেই নিজেকে ফের তৈরি করেছিলেন ভিনেশ। ধৈর্য্য ধরেছিলেন। বিশ্বাস রেখেছিলেন নিজের ওপর।
এমন একটা জায়গা থেকে উঠে এসেছেন বিনেশ, যেখানে মেয়েদের খেলাধূলোয় এগনো বিলাসিতা মাত্র। সেখানে তিনি শুধু খেলাধূলোয় এগনো যা, প্রচুর মেয়ের মনে সাহস জুগিয়েছেন।
পরিবারের সমর্থন ভীষণভাবে প্রয়োজন। বিনেশের পরিবারে যা সবসময় ছিল। কাকা মহাবীর সিংহ ফোগতের কাছেই কুস্তির হাতেখড়ি হয় বিনেশের।
শৃঙ্খলাবদ্ধ জীবন একটা বড় ইতিবাচক দিক বিনেশের সাফল্যের। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন বিনেশ নিজের অনুশীলন , কেরিয়ার ও ব্য়ক্তিগত জীবন নিয়ে বরাবরই সচেতন। যা প্রত্যেকের কাছে শিক্ষনীয় একটি বিষয়য।
'স্বপ্ন বড় দেখো'। এই কথাটাই সবসময় অনুপ্রেরণা জোগায় সবাইকে। বিনেশ ছোট জায়গা থেকে উঠে এসেও স্বপ্ন দেখেছিলেন। স্বপ্ন দেখার সাহস জুগিয়েছিলেন। ভবিষ্যৎ প্রজন্মেরও এভাবে স্বপ্ন দেখার অভ্যেস করা উচিত।
প্রশাসনের রক্তচক্ষু, পুলিশের লাঠির বাড়িও টলাতে পারেনি তাঁর আত্মপ্রত্যয়। ভিনেশদের আন্দোলনের জেরে গদি ছাড়তে হয় ব্রিজ ভূষণকে। এই বিতর্ক-আন্দোলন প্রভাব ফেলেছিল অলিম্পিক্সের প্রস্তুতিতেও। তবুও দাঁতে দাঁত চেপে লড়ে প্যারিসের যোগ্যতা অর্জন করেছেন ভিনেশ।
খেলার প্রতি ভালবাসা। হাজারো প্রতিকূলতার পরও প্যারিসে অংশ নিয়ে বিনেশ বলেছিলেন, ''আমার আর কিছু পাওয়ার নেই। আমি এখানে এসেছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমি চাই তারাও কুস্তি খেলুক, কুস্তিতে এগিয়ে যাক।''
- - - - - - - - - Advertisement - - - - - - - - -