Avani Lekhara: গাড়ি দুর্ঘটনার পর সঙ্গী হুইল চেয়ার, ভুগিয়েছে গলব্লাডার অপারশেনও, কে এই সোনার মেয়ে অবনী?
প্য়ারালিম্পিক্সে ইতিহাস গড়েছেন অবনী লেখারা। ১০ মিটার এয়ার রাইফেলে প্যারিস প্যারালিম্পিক্সে সোনা জিতেছেন অবনী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটোকিও প্যারালিম্পিক্সে সোনা জিতেছিলেন, এবার প্যারিসেও সোনা জিতলেন। প্যারালিম্পিক্সের ইতিহাসে প্রথম ভারতীয় মহিলা হিসাবে তিনি ২টি স্বর্ণ পদক জিতলেন এই মহিলা শ্যুটার।
রাজস্থানের জয়পুরের অবনীর জীবনে কালো অধ্যায় ২০১২ সাল। একটি গাড়ি দুর্ঘটনা তাঁর জীবনে অন্ধকার নিয়ে আসে। কোমরের নীচের অংশ পুরো পঙ্গু হয়ে যায়। এরপর থেকেই হুইলচেয়ার সঙ্গী অবনীর।
অবনীর বাবা এই সময়টা মেয়েকে মানসিক অনেক শক্তি দিয়েছিলেন। খেলাধূলোর প্রতি অবনীকে উৎসাহ জোগান।
২০১৫ সালে প্রথমবার জুনিয়র ও সিনিয়র পর্যায়ে প্যারা শ্যুটিংয়ে রেকর্ড গড়েন অবনী। অবনী জানিয়েছেন, শ্য়ুটিংয়ে তাঁর আইডল ছিলেন অভিনব বিন্দ্রা।
পড়াশুনোতেও যথেষ্ট সিরিয়াস ছিলেন অবনী। রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ বছরের জন্য আইন নিয়ে পড়াশুনো করেন।
প্যারালিম্পিক্সের ইতিহাসে এটা লেখারের তৃতীয় পদক। ২টি সোনা ছাড়াও, ২০২০-র টোকিও প্যারালিম্পিক্সে একটি ব্রোঞ্জ জিতেছিলেন অবনী। এয়ার রাইফেল থ্রি পজিশন এসএইচ১ ক্যাটেগরিতে।
অবনীর গলব্লাডার স্টোন অপারেশন হয়েছিল প্যারিস প্য়ারালিম্পিক্সের আগে। তাই অনুশীলনেও ঠিকভাবে সময় দিতে পারেননি। কিন্তু এরপরও সব যন্ত্রণা উপেক্ষা করেই ফের সোনা জিতলেন এই তরুণী।
খেলাধূলোয় অসামান্য সাফল্যের জন্য ২০২১ সালে খেলরত্ন পুরস্কারে সম্মানিত করা হয় অবনীকে। এরপর ২০২২ সালে পদ্মশ্রীও পান এই প্যারা শ্যুটার।
শুক্রবার অবনী লেখারা ফাইনালে স্কোর করলেন ২৪৯.৭ পয়েন্ট। টোকিওতে তিনি ২৪৯.৬ পয়েন্ট স্কোর করে সোনা জিতেছিলেন। কিন্তু প্যারিসে নিজের রেকর্ডকেই টেক্কা দিয়ে দিলেন এই ২২ বছরের তরুণী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -