Modi Meet Thomas Cup Winner: টমাস কাপ জয়ী শ্রীকান্ত, লক্ষ্যদের সঙ্গে দেখা করে কী বার্তা দিলেন মোদি?
ব্যাডমিন্টনে ইতিহাস গড়ে প্রথম টমাস কাপে সোনা জিতেছে ভারত। ভারতীয় ব্যাডমিন্টন তারকাদের সঙ্গে দেখা করলেন নরেন্দ্র মোদি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটমাস কাপে জয়ী লক্ষ্য সেন, কিদম্বি শ্রীকান্তদের অভিনন্দন জানিয়ে তাঁদের সঙ্গে আলাপচারিতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
প্রধানমন্ত্রী বলেন, এটা ছোটখাট কৃতিত্ব নয়। 'হ্যাঁ, আমরাও করতে পারি'-এই মনোভাবই আজ দেশের নতুন শক্তি। আপনাদের আশ্বস্ত করছি, সরকার আমাদের খেলোয়াড়দের সম্ভাব্য সমস্ত সহযোগিতা করবে।
ঐতিহাসিক টমাস কাপ জয়ের পরই ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছিলেন।
এদিন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁদের পরবর্তী লক্ষ্য সম্পর্কে বললেন শ্রীকান্ত, লক্ষ্য, চিরাগরা।
টমাস কাপে লক্ষ্য সেন সিঙ্গলসে প্রথম ম্যাচ জেতার পর ডাবলসেও জয়ী হয় ভারত।
ইন্দোনেশিয়াকে হারিয়ে প্রথমবার টমাস কাপে (Thomas Cup) চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তাইল্যান্ডের ইমপ্যাক্ট এরিনাতে ১৪ বারের চ্যাম্পিয়নদের ৩-০ ব্যবধানে হারিয়ে দেয় ভারত।
এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা প্রসঙ্গে চিরাগ শেট্টি জানিয়েছিলেন, ''জয়ের পর কোনও স্পোর্টস টিমকে প্রধানমন্ত্রীকে ফোন করতে দেখিনি। এটা শুধুমাত্র ভারতেই হয়। এটা আমাদের আরও অনুপ্রাণিত করেছে।''
কথা রাখলেন লক্ষ্য সেন। প্রধানমন্ত্রীকে আলমোরার 'বল মিঠাই' উপহার দিলেন ভারতীয় শাটলার।
বক্তব্যের শুরুতেই লক্ষ্যকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমার জন্য আলমোরার 'বল মিঠাই' আনাই লক্ষ্যকে ধন্যবাদ। আমি সত্যিই কৃতজ্ঞ যে, ও আমার ছোট্ট অনুরোধ মনে রেখে তা পূর্ণ করেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -