PV Sindhu: কিংবদন্তি ক্রিকেটারের মেয়ের তৈরি করা পোশাকে বিয়ে পি ভি সিন্ধু-বেঙ্কটের, সিনেমার মতো ফটোশ্যুট
তথ্যপ্রযুক্তি সংস্থার উচ্চপদস্থ কর্মী বেঙ্কট দত্ত সাইয়ের (Venkata Datta Sai) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু (PV Sindhu)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিমানে আলাপ, সেখান থেকে প্রেম সিন্ধু ও বেঙ্কটের। সদ্য পরিণতি পেল সেই প্রেম।
বিয়ে থেকে শুরু করে রিসেপশন, প্রি ওয়েডিং ও পোস্ট ওয়েডিং ফটোশ্যুট, সিন্ধু সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে স্বর্ণালী মুহূর্তের সব ছবি ভাগ করে নিয়েছেন।
রাজস্থানের উদয়পুরে চার হাত এক হয়েছিল এই তারকা দম্পতির। হায়দরাবাদে হয়েছিল বিয়ের রিসেপশন।
বিয়েতে সিন্ধুর পোশাকের পাশাপাশি সবচেয়ে বেশি নজর কেড়েছিল সিন্ধুর হাতের আংটি। অলিম্পিক্সে পাওয়া দুই পদকের আদলে তৈরি করা হয়েছিল এই আংটি।
সিনেমার আদলে একটি ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন সিন্ধু। সেখানে সাদা বরফে ঢাকা উপত্যকায় আকাশী নীল রংয়ের গাউন পরে দেখা গিয়েছে ব্যাডমিন্টন তারকাকে।
রং মিলিয়ে পোশাক পরেছেন তাঁর স্বামী বেঙ্কট। পিছনে পাতাহীন ন্যাড়া গাছ যেন আরও বেশি সিনেমাটিক করে তুলেছে ফ্রেমকে।
বিয়ের অনুষ্ঠানের জন্য কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডস ও অভিনেত্রী নীনা গুপ্তর কন্যা, ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তর 'অম্বর বাগ' কালেকশন থেকে একটি পোশাক বেছে নিয়েছিলেন সিন্ধু।
বেঙ্কট পরেছিলেন মাসাবার ডিজাইন করা দক্ষিণী ঐতিহ্যমণ্ডিত সরু সোনালি পাড়ের ঘিয়েরঙা ভেস্টি এবং সোনালি গোটাপত্তির কাজ করা হালকা সবুজ রংয়ের কুর্তা।
সিন্ধু ও বেঙ্কটের ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। অভিনন্দন বার্তায় ভাসছে দম্পতি। - পি ভি সিন্ধুর ফেসবুক থেকে নেওয়া ছবি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -