PV Sindhu: প্রথম সিঙ্গাপুর ওপেন খেতাব ঝুলিতে, ফিরে দেখা পিভি সিন্ধুর রেকর্ডবুক
কেরিয়ারের প্রথম সিঙ্গাপুর ওপেন খেতাব জিতলেন পিভি সিন্ধু। ফাইনালে তিনি হারিয়ে দিলেন চিনের প্রতিপক্ষকে। (সব ছবি সৌজন্যে ট্যুইটার ও ইনস্টাগ্রাম)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচিনের ওয়াং ঝি ইয়ের বিরুদ্ধে ২১-৯, ১১-২১, ২১-১৫ ব্যবধানে জিতে নেন সিন্ধু।
বিশ্বের সাত নম্বর সিন্ধু ও বিশ্বের আট নম্বর ওয়াং ঝি-র মধ্য়ে লড়াই ছিল ফাইনালে। সেমিতে জাপানের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিয়েছিলেন সিন্ধু।
২০১৭ সালে সাই প্রণীত শেষবার কোনও ভারতীয় হিসেবে সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন। এর পাঁচ বছর পরে সিন্ধুর হাত ধরে খেতাব।
এর আগে চলতি বছর সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল ও সুইস ওপেনে জিতেছিলেন পিভি সিন্ধু।
সিন্ধুই একমাত্র ভারতীয় ক্রীড়াবিদ যিনি ২ বার অলিম্পিক্সের মঞ্চ থেকে পদক জিতে ফিরেছেন। রিওতে রুপো ও টোকিওতে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি।
এদিনের লড়াইয়ের আগে সিন্ধু গত অল ইংল্যান্ড ওপেনে ওয়াংয়ের মুখোমুখি হন। সেই ম্যাচেও জয় পেয়েছিলেন সিন্ধু।
বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক্স মিলিয়ে সর্বোচ্চ সাতটি পদক জিতেছেন সিন্ধু। মহিলাদের সিঙ্গলসে যা ব্যক্তিগত সর্বাধিক।
ব্যাডমিন্টনে প্রথম ভারতীয় মহিলা সিঙ্গলস প্লেয়ার হিসেবে বিডব্লিউএফ চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন সিন্ধু।
প্রথম ভারতীয় হিসেবে ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে জিতেছেন। এছাড়াও সিন্ধুর ঝুলিতে রয়েছে পাঁচটি বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -