R Ashwin Records: টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় কত নম্বরে শেষ করবেন অশ্বিন?
টেস্ট ক্রিকেটে একের পর এক কীর্তি তৈরি করে চলেছেন আর অশ্বিন। টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় ১২ নম্বরে রয়েছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে তামিলনাড়ুর অফস্পিনারের এই তালিকার প্রথম দশে ঢুকে পড়া স্রেফ সময়ের অপেক্ষা। অল্প কয়েকদিনের মধ্যেই দুই কিংবদন্তি রিচার্ড হ্যাডলি ও কপিল দেবের রেকর্ড ভেঙে দেবেন তিনি।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২ টেস্টের সিরিজে ১৪ উইকেট নিয়ে সিরিজের সেরার স্বীকৃতি পেয়েছেন অশ্বিন। তাঁর মোট উইকেট সংখ্যা এখন ৪২৭।
অশ্বিনের সামনে রয়েছেন স্যর রিচার্ড হ্যাডলি (৪৩১), রঙ্গনা হেরাথ (৪৩৩), কপিল দেব (৪৩৪), ডেল স্টেন (৪৩৯), কোর্টনি ওয়ালশ (৫১৯), স্টুয়ার্ট ব্রড (৫২৪), গ্লেন ম্যাকগ্রা (৫৬৩), অনিল কুম্বলে (৬১৯), জেমস অ্যান্ডারসন (৬৩২), শেন ওয়ার্ন (৭০৮) ও মুথাইয়া মুরলীধরন (৮০০)।
টেস্টে অশ্বিনের স্ট্রাইক রেট এমনকী, মুথাইয়া মুরলীধরনের চেয়েও ভাল। প্রত্যেক ৫২ বল অন্তর একটি করে উইকেট পেয়েছেন অশ্বিন। মুরলীধরন সেখানে ৫৫ বল অন্তর উইকেট তুলেছেন।
কেরিয়ারে চারবার এক মরসুমে ৫০টির বেশি উইকেট পেয়ে নতুন রেকর্ড গড়েছেন অশ্বিন। কুম্বলে ও হরভজন সিংহ, দুজনেরই তিন মরসুম বছরে ৫০টি উইকেট পাওয়ার নজির রয়েছে।
২০১১ সালে অশ্বিনের টেস্ট অভিষেক হয়। সেই সিরিজে ৪ টেস্টে ২৬ উইকেট নিয়েছিলেন অশ্বিন।
পরের মরসুমে ৮ টেস্টে ৩৭ উইকেট পান অশ্বিন।
চলতি মরসুমে ৮ টেস্টে ৫২ উইকেট হয়ে গিয়েছে অশ্বিনের।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৯ ও ইংল্যান্ডের বিরুদ্ধে ৮৮ উইকেট রয়েছে অশ্বিনের সাফল্যের ঝুলিতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -