R Praggnanandhaa: দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন প্রজ্ঞাননন্দ, ভিড় দেখে উচ্ছ্বসিত বিস্ময় দাবাড়ু
বুধবার চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে তখন তিলধারণের জায়গা নেই। চারদিকে থিকথিকে ভিড়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকারও হাতে ধরা পোস্টার, কারও হাতে ব্যানার। কেউ আবার দাঁড়িয়ে রয়েছেন ফুলের মালা হাতে। বাজছে ড্রাম। ট্রাম্পেট। চলছে স্থানীয় নৃত্য।
যাঁকে বরণ করার জন্য এত ভিড়, তিনি আর প্রজ্ঞাননন্দ (R Praggnanandhaa)। দাবা বিশ্বকাপে (Chess World Cup) রানার্স হয়ে দেশে ফিরলেন বুধবার। আর বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে ভেঙে পড়ল চেন্নাই।
কে নেই সেই ভিড়ে? সরকারি আধিকারিক। বেলাম্মল বিদ্যালয়ের পড়ুয়ারা। যে স্কুলের ছাত্র প্রজ্ঞাননন্দ। সংবাদমাধ্যমের ভিড়। ১৮ বছরের দাবাড়ু নায়কের অভ্যর্থনা পেলেন।
তাঁকে দেখামাত্রই শুরু হয়ে গেল পুষ্পবৃষ্টি। গোলাপের পাপড়ি বেছানো রাস্তায় হেঁটে গেলেন প্রজ্ঞাননন্দ।
পুষ্পস্তবক, শাল, মুকুটের ওজনে কার্যত হাঁসফাঁস দশা বিস্ময় দাবাড়ুর। কোনওমতে নিরাপত্তাকর্মীদের সাহায্য়ে গাড়িতে উঠলেন।
গাড়ির ওপরে উঠে তেরঙ্গা নাড়াতে নাড়াতে প্রজ্ঞাননন্দ বললেন, 'এত মানুষ আমাকে স্বাগত জানাতে এসেছেন দেখে দারুণ অনুভূতি হচ্ছে। দাবার জন্য এটা দারুণ একটা ছবি।'
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে দেখা করেন প্রজ্ঞাননন্দ। ছিলেন ক্রীড়ামন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। প্রজ্ঞাননন্দের সঙ্গে ছিলেন তাঁর বাবা, মা ও পরিবারের সদস্যরা।
মুখ্যমন্ত্রী নিজের বাসভবনে প্রজ্ঞাননন্দের হাতে তুলে দেন ৩০ লক্ষ টাকার চেক। প্রজ্ঞাননন্দ এক সাক্ষাৎকারে বলেন, এত মানুষ দাবাকে ভালোবেসে হাজির হয়েছেন, এটা ভেবেই রোমাঞ্চিত লাগছে।
দাবা বিশ্বকাপের (Chess World Cup) ফাইনালে হারলেও প্রশংসায় ভাসছেন আর প্রজ্ঞাননন্দ (R Praggnanandhaa)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর, সোশ্যাল মিডিয়ায় বিস্ময় দাবাড়ুকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -