French Open Final 2022: বয়স শুধুই সংখ্যা, আবার বোঝালেন নাদাল
ফরাসি ওপেন চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। এই নিয়ে ১৪ বার ক্লে কোর্টে খেতাব জিতলেন তিনি। (সব ছবি সৌজন্যে ফরাসি ওপেন ট্যুইটার)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনরওয়ের ক্যাসপার রুডকে স্ট্রেট সেটে হারিয়ে খেতাব জিতলেন নাদাল।
কেরিয়ারের ২২টি গ্র্যান্ডস্লাম জিতলেন নাদাল। খেলার ফল নাদালের পক্ষে ৬-৩, ৬-৩, ৬-০।
নরওয়ের প্রথম কোনও টেনিস প্লেয়ার হিসেবে কোনও গ্র্যান্ডস্লামের ফাইনালে খেলেছিলেন ক্যাসপার রুড।
নিজের আদর্শ রাফার বিরুদ্ধেই খেলতে নেমেছিলেন। কিন্তু পারলেন না অঘটন ঘটাতে। কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম ফাইনাল হেরেই সন্তুষ্ট থাকতে হল রুডকে।
এদিন প্রথম গেম থেকেই আক্রমণাত্মক ছিলেন রাফা। বয়সে নিজের থেকে বয়সে ১৩ বছরের ছোট ক্যাসপার রুড কুল কিনারাই পাননি প্রতিপক্ষকে সামলানোর।
কোয়ার্টার ফাইনালে জকোভিচ ও সেমিফাইনালে জেভেরেভকে হারানোর সঙ্গে সঙ্গেই নাদালকে খেতাব জয়ের অন্যতম দাবিদার বলা হচ্ছিল।
গত জানুয়ারিতে মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের সঙ্গে সঙ্গেই সর্বাধিক গ্র্যান্ডস্লামের মালিক হয়ে গিয়েছিলেন নাদাল।
ফেডেরার ও জোকারকে টপকে ২১টি গ্র্যান্ডস্লাম জয়ের মালিক হয়েছিলেন রাফা। এবার সেই সংখ্যাটা আরও বাড়়িয়ে নিলেন স্প্য়ানিশ কিংবদন্তী।
এই প্রথম একই মরসুমে অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন একসঙ্গে জিতলেন বিশ্বের ৩ নম্বর টেনিস তারকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -