Rahul Athiya Marriage: ফুলে সাজানো গাড়িতে করে, হাতে হাত রেখে প্রথমবার সামনে এলেন নবদম্পতি রাহুল-আথিয়া
সাংবাদিকরা সবাই শুভেচ্ছা জানান নবদম্পতিকে। তাঁরাও হাসিমুখে পোজ দেন। এর আগেই সাংবাদিকদের মিষ্টিমুখ করিয়েছেন সুনীল শেট্টি ও অহন শেট্টি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসাংবাদিকদের দিকে হাত নাড়েন রাহুল-আথিয়া, গাড়ি থেকে নেমে আসেন একে অপরের হাতে হাত রেখে।
দীর্ঘ প্রেমের পরিণতি বড় মধুর। পড়ন্ত সূর্যের আলোয় কাছাকাছি যুগলে। হালকা পিচ রঙের ভরাট কাজ করা লেহঙ্গায় সেজেছিলেন নববধূ।
ভারি গয়নার সঙ্গে ন্যুড মেকআপে ঝলমলিয়ে উঠছিল তাঁর হাসি। পাশেই অফ হোয়াইট কাজ করা শেরওয়ানিতে সেজেছিলেন বর। মেহেন্দিতে ভরা হাত ধরে একে অপরকে প্রতিশ্রুতি দিলেন পাশে থাকার, ভাল রাখার।
সোশ্যাল মিডিয়ায় রাহুলকে ট্যাগ করে ছবি শেয়ার করে নিয়েছেন আথিয়া। পড়ন্ত আলো মেখে প্রেমের পরিণতি পেল তাঁদের প্রেম।
আথিয়া লিখছেন, 'তোমার আলোয় আমি ভালবাসতে শিখলাম। আজ, আমাদের প্রিয়জনের উপস্থিতিতে, আমাদের বাড়িতে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হলাম। অসম্ভব আনন্দ আর শান্তি পাচ্ছি। আমাদের হৃদয় ভালবাসা আর কৃতজ্ঞতায় পরিপূর্ণ। আমরা আমাদের আগামী নতুন জীবনের জন্য শুভেচ্ছা চাইছি।'
অন্যদিকে এই একই বার্তা ট্যুইটারে লিখে বিয়ের ছবি শেয়ার করে নিয়েছেন কে এল রাহুল। বিকেল ৪টে নাগাদ বিয়ের লগ্ন ছিল তাঁদের।
সেই মতোই সাত পাকে বাঁধা পড়েন রাহুল ও আথিয়া। বিয়েতে অবশ্য ক্যামেরা নিয়ে কড়াকড়ি ছিল, যা সম্প্রতি সব তারকার বিয়েতেই দেখা যাচ্ছে।
বিয়ের পরে হাতে হাত রেখে সাংবাদিকদের সামনে আসেন নবদম্পতি। হাসিতে, ভালবাসায় মাখামাখি দুজনেই। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন সবাই। সোশ্যাল মিডিয়াও উপচে পড়ছে রাহুল আথিয়ার জন্য শুভেচ্ছাবার্তায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -