Rahul Athiya Marriage: খুশির মিষ্টিমুখ, শ্বশুরমশাই হয়েই ছেলেকে নিয়ে সাংবাদিকদের মিষ্টি বিতরণ সুনীল শেট্টির
KL Rahul Athiya Shetty Wedding Photos: সুনীল শেট্টির খাণ্ডালার ফার্মহাউসে সাত পাকে বাঁধা পড়লেন কে এল রাহুল ও আথিয়া শেট্টি । সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছেন ক্রিকেটার নিজেই
খুশির মিষ্টিমুখ, শ্বশুরমশাই হয়েই ছেলেকে নিয়ে সাংবাদিকদের মিষ্টি বিতরণ সুনীল শেট্টি
1/10
সাত পাকে বাঁধা কে এল রাহুল ও আথিয়া শেট্টি। বিয়ের অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের সামনে ছেলেকে নিয়ে হাজির সুনীল শেট্টি।
2/10
সাংবাদিক ও আলোকচিত্রীদের মিষ্টি বিতরণ করলেন সুনীল শেট্টি, জানালেন 'শ্বশুর হলাম'।
3/10
পরিবার ও বন্ধুবৃত্তের মধ্যেই বিয়ে সারলেন রাহুল ও আথিয়া, বিয়ে নিয়ে বজায় ছিল গোপনীয়তা
4/10
সুনীল শেট্টির খাণ্ডালার ফার্মহাউসে সাত পাকে বাঁধা পড়লেন ভারতীয় দলের ক্রিকেটার কে এল রাহুল (K L Rahul) ও অভিনেত্রী আথিয়া শেট্টি (Athiya Shetty)।
5/10
সাংবাদিকদের বিয়ের খবর প্রথম জানিয়েছিলেন সুনীলই। জানিয়েছিলেন, বিয়ে সারা হলেই তিনি বাচ্চাদের সামনে নিয়ে আসবেন। কথা রেখে বিয়েন অনুষ্ঠান সারার পরে সাংবাদিকদের সামনে আসেন রাহুল আথিয়া।
6/10
বিস্কুট রঙের হালকা শেরওয়ানিতে সেজেছিলেন সুনীল, অহন পরেছিলেন কাজ করা সাদা শেরওয়ানি।
7/10
বিয়েতে অবশ্য ক্যামেরা নিয়ে কড়াকড়ি ছিল, যা সম্প্রতি সব তারকার বিয়েতেই দেখা যাচ্ছে।
8/10
বিয়ের পরে হাতে হাত রেখে সাংবাদিকদের সামনে আসেন নবদম্পতি। হাসিতে, ভালবাসায় মাখামাখি দুজনেই। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন সবাই। সোশ্যাল মিডিয়াও উপচে পড়ছে রাহুল আথিয়ার জন্য শুভেচ্ছাবার্তায়।
9/10
২৩ জানুয়ারি বিশেষ দিন। নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকী। আর বিয়ের জন্য এই বিশেষ দিনটিই বেছে নিয়েছিলেন রাহুল ও আথিয়া।
10/10
দুই তারকার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বিয়ের লগ্ন ২৩ জানুয়ারি বিকেল চারটেয়। সেই সময়ই সাত পাকে বাঁধা পড়লেন রাহুল ও আথিয়া।
Published at : 23 Jan 2023 09:06 PM (IST)