Rahul Dravid: বিশ্বকাপজয়ী কোচ দ্রাবিড় কি এবার আইপিএলে দায়িত্ব নিতে চলেছেন?
ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন রাহুল দ্রাবিড়। টুর্নামেন্টে জয়ের পরই কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন দ্রাবিড়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০২১ সালে ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার পর গত এক বছরে তিনবার ভারতকে আইসিসি টুর্নামেন্টের ফাইনালে তুলেছিলেন দ্রাবিড়। অবশেষে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে রাহুলের কোচিংয়ে খেতাব জেতে।
ভারতীয় দলের কোচ হিসেবে খেতাব জেতার পরই কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন দ্রাবিড়।
ভারতীয় দলের কোচ হিসেবে ১২ কোটি টাকা বেতন পেতেন দ্রাবিড়। তবে আইপিএলে কোচ হলে কিন্তু সংখ্যাটা আরও বাড়তে পারে।
সূত্রের খবর, আইপিএলে চারটি দল দ্রাবিড়কে কোচ হওয়ার জন্য প্রস্তাব দিতে পারে। আসন্ন মরশুমে সেক্ষেত্রে দ্য ওযালকে আইপিএলে দলের কোচ হিসেবে ফের দেখা যাবে?
তালিকায় আছে পাঞ্জাব কিংস। এই ফ্র্য়াঞ্চাইজি ২০০৮ সাল থেকে আইপিএলে খেললেও এখনও পর্যন্ত খেতাব ঘরে তুলতে পারেনি।
দিল্লি ক্যাপিটালসও তেমনই একটি ফ্র্যাঞ্চাইজি, যারা এখনও পর্যন্ত আইপিএল খেতাব জেতেনি।
দ্রাবিড়কে কোচ হিসেবে দেখা যেতে পারে কলকাতা নাইট রাইডার্সেরও। গৌতম গম্ভীর জাতীয় দলের কোচ হতে চলেছেন। তাই সেই জায়গায় দ্রাবিড়কে পাওযা যেতে পারে। মুম্বই ইন্ডিান্সের কোচ হিসেবেও দেখা যেতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -