Ranji Trophy: রঞ্জি খেতাবের লক্ষ্যে প্রস্তুতি শুরু মনোজদের, ছুটিতে শাহবাজ-আকাশরা
রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল যুদ্ধের প্রস্তুতি শুরু বাংলার। বেঙ্গালুরুতে যে ম্যাচে বাংলার প্রতিপক্ষ মহেন্দ্র সিংহ ধোনির রাজ্য ঝাড়খণ্ড।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেই ম্যাচের আগে রবিবার থেকে চূড়ান্ত প্রস্তুতিতে নেমে পড়ছে বাংলা দল।
রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্য়াচের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন অভিমন্যু ঈশ্বরণরা।
একটি তিনদিনের ম্যাচ। যেখানে বাংলার প্রতিপক্ষ কর্নাটক। আরেকটি দুদিনের ম্যাচ উত্তরাখণ্ডের বিরুদ্ধে।
রবিবার থেকে কর্নাটকের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ শুরু বাংলার। তবে সেই ম্যাচে বাংলা পাবে না শাহবাজ ও আকাশকে।
শনিবার বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির মাঠে প্র্যাক্টিস করলেন বাংলার ক্রিকেটারেরা।
সন্ধ্যায় মোবাইল ফোনে বাংলার কোচ সৌরাশিস লাহিড়ী এবিপি লাইভকে বললেন, 'আইপিএলে কোয়ালিফায়ার টু-র পর শাহবাজ ও আকাশকে দিন দুয়েকের ছুটি দেওয়া হয়েছে। ওরা বাড়ি গিয়েছে। কর্নাটকের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলবে না। তবে ওরা ম্যাচের মধ্যেই রয়েছে। কোয়ার্টার ফাইনালে ওদের তরতাজা অবস্থায় প্রয়োজন দলের।'
প্রস্তুতি ম্যাচে পাওয়া যাবে না ঋত্বিক চট্টোপাধ্যায় ও মুকেশ কুমারকেও। ঋত্বিককে এবার নিয়েছিল পাঞ্জাব কিংস। তবে কোনও ম্যাচ খেলায়নি। মুকেশ দিল্লি ক্যাপিটালস শিবিরে নেট বোলার হিসাবে ছিলেন। দুজনই দেহরাদূনে অফিস ম্যাচ খেলছেন।
তবে ঈশান পোড়েল আইপিএল থেকে শিবিরে যোগ দিয়েছেন।
সৌরাশিস বললেন, 'ছেলেরা শনিবার প্রায় আড়াই ঘণ্টা প্র্যাক্টিস করেছে। এখানে আবহাওয়া খুব ভাল। কর্নাটকের সঙ্গে আমাদের ম্যাচ এয়ারফোর্স মাঠে। আশা করি ভালই উইকেট হবে। ঝাড়খণ্ডও এখানে আগেভাগে পৌঁছে গিয়েছে। কর্নাটকের বিরুদ্ধে ওরাও প্রস্তুতি ম্যাচ খেলেছে। আমরা প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাই না।'
প্রস্তুতিতে নেমে পড়েছেন মনোজ তিওয়ারিও। অধরা রঞ্জি ট্রফি জিততে মরিয়া তিনি। ছবি - সিএবি ও মনোজ তিওয়ারির ফেসবুক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -