Ranji Trophy Final 2022: ২৩ বছর আগের যন্ত্রণা লাঘব পণ্ডিতের, রঞ্জি চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশ
রঞ্জি ট্রফিতে প্রথমবার চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশ। ফাইনালে মুম্বইয়ের বিরুদ্ধে ৬ উইকেট জয় ছিনিয়ে নিল তারা। (সব ছবি সৌজন্যে বিসিসিআই)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৪১ বারের রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বই এবার ফাইনালে হেরে গেল। প্রথম ইনিংসেই এগিয়ে থেকে নিজেদের জয় একপ্রকার নিশ্চিত করে ফেলেছিল মধ্যপ্রদেশ।
প্রথম ইনিংসে মুম্বইয়ের ৩৭৪ রানের জবাবে মধ্যপ্রদেশ বোর্ডে তুলে নেয় ৫৩৬ রান।
প্রথম ইনিংসে মধ্যপ্রদেশের হয়ে সেঞ্চুরি হাঁকান রজত পাতিদার ও শুভম শর্মা। পাতিদার ১২২ রান করেছিলেন।
দ্বিতীয় ইনিংসে মুম্বই ২৬৯ রানে অল আউট হয়ে যায়। ১০৮ রানের অল্প লক্ষ্যমাত্র ছিল। তা তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নিল মধ্যপ্রদেশ।
১৯৯৮-৯৯ সালে টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার রঞ্জির ফাইনালে পৌঁছেছিল মধ্যপ্রদেশ। সেবার হয়নি। ২৩ বছর পর প্রথমবার রঞ্জি চ্যাম্পিয়ন হয় মধ্য়প্রদেশ।
মুম্বইয়ের হয়ে প্রথম ইনিংসে ১৩৪ রান করেছিলেন সরফরাজ খান। দ্বিতীয় ইনিংসে ৪৫ রান করেন তিনি।
২৩ বছর আগে মধ্যপ্রদেশ যে র়ঞ্জি ফাইনালে কর্ণাটকের বিরুদ্ধে হেরে গিয়েছিল সেই দলের অধিনায়ক ছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত। সেবার ক্রিকেটার হিসেবে না পারলেও এবার কোচ হিসেবে খেতাব ঘরে তুললেন চন্দ্রকান্ত পণ্ডিত।
মধ্যপ্রদেশের বোলিং বিভাগের নেতৃত্ব দেন কুমার কার্তিকেয়। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট তুলে মুম্বইয়ের মিডল অর্ডার একাই ভেঙে দেন তিনি।
৪১ বছরের চ্যাম্পিয়ন মুম্বই মরিয়া লড়াই করলেও শেষ হাসি হাসল মধ্যপ্রদেশই। শেষ দিনে মধ্যপ্রদেশকে জিতিয়ে অপরাজিত ৩০ রান করে মাঠ ছাড়েন রজত পাতিদার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -