Ben vs Sau: উনাদকট আতঙ্ক কাটাতে নেটে বাঁহাতি পেসারদের বিরুদ্ধে প্রস্তুতি বাংলার ব্যাটারদের
তেত্রিশ বছর আগে সরাসরি রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনালে অভিষেক ঘটিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সব কিছু ঠিকঠাক চললে এবারও ইডেনে (Eden Gardens) রঞ্জি ট্রফির ফাইনালে অভিষেক ঘটতে চলেছে এক বাঙালি ক্রিকেটারের। বাংলা শিবিরের খবর, ওপেনিং সমস্যা কাটাতে ফাইনালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে খেলানো হতে পারে সুমন্ত গুপ্তকে। আর তা হলে, স্থানীয় ক্রিকেটে বড়িশার হয়ে খেলা ক্রিকেটারের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগোটা মরসুমে ওপেনিং জুটি নিয়ে সমস্যায় পড়েছে বাংলা। অভিমন্যু ঈশ্বরনের (Abhimanyu Easwaran) সঙ্গে অনেককে ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু কেউই ভরসা দিতে পারেননি। সেমিফাইনালে কর্ণ লালকে খেলানো হয়েছিল। কিন্তু বড় রান পাননি। ইডেনে সবুজ উইকেটে কাজি জুনেইদ সইফিকে খেলানো হবে কি না, তা নিয়েও আলোচনা চলছিল। কিন্তু বুধবার নেটে যেভাবে প্রায় প্রত্যেক ৫-৬ বল অন্তর স্লিপে খোঁচা দিলেন বা বোল্ড হলেন কাজি যে, ফাইনালে সুযোগ পাওয়ার দৌড়ে নেই বললেই চলে।
সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের মতো রঞ্জি জয়ী অধিনায়কের মতে, ফাইনালে গেমচেঞ্জার হতে পারেন শাহবাজ আমেদ। যদিও ফাইনালের আগে আচমকাই উদ্বেগ তৈরি হয়েছিল শাহবাজকে নিয়ে। তাঁকে সকালে নেটে দেখা যায়নি। বেশ কিছুটা পরে তিনি নেটে ঢোকেন। বেশিক্ষণ প্র্যাক্টিসও করেননি।
পরে বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি বললেন, 'শাহবাজের জ্বর এসেছিল। চিকিৎসক পরীক্ষা করেছেন। ওকে বিশ্রামে থাকতে বলা হয়েছিল। সেই কারণে প্র্যাক্টিসে খুব বেশি গা ঘামায়নি। তবে ও ফিট। ফাইনালে খেলবে।' বঙ্গ অধিনায়কের যে কথা স্বস্তি দিচ্ছে বাংলার ক্রিকেটপ্রেমীদের।
২০১৯-২০ মরসুমে সৌরাষ্ট্রের কাছেই রঞ্জি ফাইনালে হারতে হয়েছিল বাংলাকে। এবার কি তাহলে বদলার ম্যাচ? মনোজ অবশ্য ব্যাপারটাকে সেভাবে দেখছেন না। বলছেন, 'আমরা এখন ভাল খেলছি। আর এসব ভেবে কেউ মাঠে নামে না। যারা সেই ফাইনালে খেলেছিল, তাদের মনে হয়তো প্রতিশোধ ব্যাপারটা থাকতে পারে। তবে নতুন ছেলেরা সেসব ভাবছে না।' আত্মবিশ্বাসী গলায় যোগ করলেন, 'আমাদের টপ অর্ডার ব্যাটিং ভাল হচ্ছে। অভিষেক পোড়েল নীচের দিকে ভাল ব্যাটিং করছে। পেসার অলরাউন্ডার আকাশ ঘটক সুযোগ পেলেই কাজে লাগিয়েছে। তবে ওপেনিং জুটিতে আরও বড় রান চাই। ৫০ নয়, আরও বড় পার্টনারশিপ গড়তে হবে।'
বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) শুরু বাংলা বনাম সৌরাষ্ট্র (Ben vs Sau) রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনাল। যার আগের দিন যাবতীয় চর্চা ইডেনের পিচ নিয়ে। মাঠের সঙ্গে বাইশ গজকে আলাদা করা যাচ্ছে না, এতটাই পুরু ঘাসের আস্তরণ।
বুধবার সকাল থেকে বাংলার ব্যাটারদেরও দেখা গেল পেসারদের বলে জোরকদমে অনুশীলন করতে। জাতীয় দল থেকে ফাইনালের আগে সৌরাষ্ট্র শিবিরে যোগ দিয়েছেন উনাদকট। বাঁহাতি পেসারই বাংলার ব্যাটারদের পথে সবচেয়ে বড় কাঁটা হয়ে উঠতে পারেন। আর সেই কারণে বাংলার নেটে দেখা গেল তিনজন বাঁহাতি পেসার। যাঁদের বিরুদ্ধে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করলেন অভিমন্যু ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমদাররা।
পাল্টা পেসের ঘুটি সাজাচ্ছে বাংলাও। আকাশ দীপ, মুকেশ কুমার ও ঈশান পোড়েলের সঙ্গে চতুর্থ সিমার হিসাবে খেলানোর কথা আকাশ ঘটককে।
ফাইনাল নিয়ে ইডেনে সাজো সাজো রব। সাধারণ মানুষ যাতে নিখরচায় খেলা দেখতে পারেন, সে জন্য স্টেডিয়ামের চারটি ব্লক খুলে দেওয়া হচ্ছে। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানালেন, ভারতীয় বোর্ডের সব কর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে কেউ আসবেন বলে খবর নেই এখনও।
বাংলার প্র্যাক্টিসের শেষে ইডেনে এসেছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বাংলার ক্রিকেটারদের উৎসাহ দিয়ে যান তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -