Ashwin Record: একদিনে টপকে গেলেন হেরাথ-কপিলের রেকর্ড, অশ্বিনের সামনে এবার স্টেইন
শ্রীলঙ্কার (India vs Sri Lanka) বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে অসাধারণ নজির গড়লেন অভিজ্ঞ অফস্পিনার আর অশ্বিন (Ravichandran Ashwin)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ চরিত আসালাঙ্কাকে (Charith Asalanka) আউট করে টেস্টে ৪৩৫ উইকেট নিলেন অশ্বিন।
টেস্টে কপিল দেবের উইকেট সংখ্যা ৪৩৪। তাঁর সেই রেকর্ড টপকে গেলেন অশ্বিন। এখন টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী অশ্বিন।
টেস্টে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট নিয়েছেন অনিল কুম্বলে (Anil Kumble)। তিনি ১৩২ টেস্টে ৬১৯ উইকেট নিয়েছেন।
আজ মোহালি টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে পথুম নিশাঙ্কার উইকেট নিয়ে কপিলকে স্পর্শ করেন অশ্বিন। এরপর দিনের তৃতীয় সেশনে আসালাঙ্কাকে আউট করে কপিলকে টপকে যান এই অফস্পিনার।
এই টেস্টের প্রথম ইনিংসে ৪৯ রান দিয়ে ২ উইকেট নেন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে তিনি ৪৭ রান দিয়ে ৪ উইকেট নিলেন। এই টেস্টের পর তাঁর উইকেট সংখ্যা হল ৪৩৬।
চতুর্থ ভারতীয় বোলার হিসেবে টেস্টে ৪০০ বা তার বেশি উইকেট নিলেন অশ্বিন।
চলতি টেস্টে রিচার্ড হ্যাডলি, রঙ্গনা হেরাথ ও কপিলকে টপকে টেস্টের ইতিহাসে নবম উইকেটশিকারী হয়ে গেলেন অশ্বিন।
এখনও যাঁরা টেস্ট ক্রিকেট খেলছেন, তাঁদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী অশ্বিন। এক্ষেত্রে তাঁর আগে আছেন ইংল্যান্ডের দুই পেসার স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।
টেস্টে এখনও পর্যন্ত ৫৩৭ উইকেট নিয়েছেন ব্রড, অ্যান্ডারসনের উইকেট সংখ্যা ৬৪০। অশ্বিনের একেবারে সামনে এখন ডেল স্টেইন। যাঁর ঝুলিতে রয়েছে ৪৩৯ উইকেট। আর ৪ উইকেট পেলেই যে রেকর্ড ভেঙে দেবেন অশ্বিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -