Ravichandran Ashwin: ছুঁতে চলেছেন ১০০ টেস্ট খেলার মাইলস্টোন, ফিরে দেখা অশ্বিনের সেরা ৫টি স্পেল

IND vs ENG, 5th Test: ইংল্যান্ডের বিরুদ্ধে আগামীকাল থেকে শুরু হতে চলা ধর্মশালা টেস্ট হতে চলেছে রবিচন্দ্রন অশ্বিনের কেরিয়ারের ১০০ তম টেস্ট। ৯৯ টেস্টে এখনও পর্যন্ত ৫০৭ উইকেট নিয়েছেন তিনি।

মাইলস্টোনের সামনে অশ্বিন

1/8
রবিচন্দ্রন অশ্বিন ভারতীয় ক্রিকেটের এক অন্যতম সেরা অফস্পিনার। অনিল কুম্বলের পর দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি টেস্টে ভারতের হয়ে।
2/8
২০১৬ সালে ইন্দোর টেস্টে কিউয়িদের বিরুদ্ধে ৫৯ রানের বিনিময়ে ৭ উইকেট তুলে নিয়েছিলেন অশ্বিন। তাঁর অন্য়তম সেরা স্পেল এটি।
3/8
নাগপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে
4/8
নাগপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০১৫ সালে ৬৬ রানের বিনিময়ে তুলে নিয়েছিলেন ৭ উইকেট একটি ইনিংসে। এটিও অন্য়তম সেরা স্পেল তারকা অফস্পিনারের।
5/8
ক্যারিবিয়ান গতি ও বাউন্স সর্বস্ব পিচেও অশ্বিন ঘূর্ণিতে কুপোকাত করেছিলেন ব্যাটারদের। গত বছর ডমিনিকা টেস্টে ৭১ রানের বিনিময়ে ৭ উইকেট নিয়েছিলেন এক ইনিংসে।
6/8
২০১৬ সালে অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্য়াচে এক ইনিংসে ৮৩ রানের বিনিময়ে ৭ উইকেট তুলে নিয়েছিলেন।
7/8
সিএসকের প্রাক্তন তারকা ছিলেন। চিপকের মাঠ ভালমতই চেনেন। অজিদের বিরুদ্ধে ২০১৩ সালে এক টেস্টে এই মাঠেই ১০৩ রানের বিনিময়ে ৭ উইকেট তুলে নিয়েছিলেন।
8/8
৯৯ টেস্টের কেরিয়ারে মোট ৫০৭ উইকেট নিয়েছেন অশ্বিন। ৩৫ বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন। ২৪ বার ইনিংসে চার উইকেট নিয়েছেন।
Sponsored Links by Taboola