WPL 2024: গার্ড অফ অনার, ট্রফি নিয়ে ভিকট্রি ল্যাপ, স্মৃতিদের অ্যালান ওয়াকার দর্শন বেঙ্গালুরুতে
এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ট্রফি নিয়ে ভিকট্রি ল্যাপ উইমেন্স প্রিমিয়ার লিগ জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের। স্মৃতিদের গার্ড অফ অনার দিয়ে সম্মানিত করলেন বিরাট, ফাফরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচিন্নাস্বামী স্টেডিয়ামে স্মৃতি মন্ধানা, রিচারা উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন না সেমিফাইনালের দলের জয়ের মুখ্য কারিগর এলিসা পেরি। তবে ভিডিও কলে উন্মাদনার সাক্ষী থাকলেন অজি অলরাউন্ডারও।
উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরশুমের ফাইনালে দিল্লি ক্য়াপিটালসকে হারিয়ে খেতাব জিতে নিয়েছে রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। স্মৃতি মন্ধানার নেতৃত্ব খেতাব জিতেছিল আরসিবি।
মেগা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরওয়ের বিখ্যাত মিউজিক কম্পোজার অ্যালান ওয়াকার। তাঁর সঙ্গেও ছবি তুললেন স্মৃতিরা।
আরসিবির নতুন জার্সি উন্মোচন অনুষ্ঠানও ছিল। নতুন মরশুমে নতুন জার্সি পরে মাঠে নামতে চলেছেন বিরাটরা। ভাগ্য কি ফিরবে নতুন জার্সি পরে?
আরসিবি ২০০৮ সাল থেকে আইপিএলে খেললেও, এখনও পর্যন্ত ট্রফি জিততে পারেনি। ফাফ ডু প্লেসির নেতৃত্বে এবার কি সেই স্বপ্নপূরণ হবে। মেয়েদের জয় কিন্তু অবশ্যই বাড়তি আত্মবিশ্বাস জোগাবে কোহলিদের।
মাঠে যখন স্মৃতিরা ট্রফি নিয়ে ঘুরছেন, গ্য়ালারি তখন উপচে পড়ছে সমর্থকদের ভিড়ে। প্রিয় দলের পতাকা হাতে নিয়ে রিচা, সিরাজদের হয়ে গলা ফাটাতে উপস্থিত ছিলেন সুন্দরীরাও।
মাঠে যখন স্মৃতিরা ট্রফি নিয়ে ঘুরছেন, গ্য়ালারি তখন উপচে পড়ছে সমর্থকদের ভিড়ে। প্রিয় দলের পতাকা হাতে নিয়ে রিচা, সিরাজদের হয়ে গলা ফাটাতে উপস্থিত ছিলেন সুন্দরীরাও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -