Rishabh Pant : ৬৩৭ দিন পর টেস্টে প্রত্যাবর্তন, ফিরেই ধোনির রেকর্ড স্পর্শ পন্থের
৬৩৭ দিন পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন। আর প্রত্যাবর্তন টেস্টেই সাফল্য। জাত চেনালেন ঋষভ পন্থ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে সেঞ্চুরি হাঁকালেন বাঁহাতি ব্যাটার-উইকেটরক্ষক। দ্বিতীয় ইনিংসে গিলের সঙ্গে অসাধারণ পার্টনারশিপের পাশাপাশি ১০৯ রানের ঝকঝকে ইনিংস খেললেন তিনি।
১৩টি চার ও ৪টি ছক্কা হাঁকান পন্থ। কার্যত ইংল্যান্ডের বাজবল ক্রিকেটের আমদানি করেন তিনি। একই সঙ্গে সেঞ্চুরি করেন শুভমন গিল । তিনি তোলেন ১১৯ রান।
এই সেঞ্চুরির সঙ্গে সঙ্গে ধোনির রেকর্ড স্পর্শ করলেন পন্থ। ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক হিসাবে সর্বাধিক শতরানের তালিকায় এখন তিনিও।
এর আগে ধোনি টেস্টে ১৪৪ ইনিংস খেলে ৬টি শতরান করেছিলেন। অন্যদিকে, মাত্র ৫৮ ইনিংসেই ৬টি শতরান হাঁকিয়ে ফেললেন পন্থ। এই তালিকায় রয়েছেন বাঙালি উইকেটরক্ষক-ব্যাটার ঋদ্ধিমান সাহা। ৩টি শতরান করেছেন তিনি।
একে একে রোহিত শর্মা, যসশ্বী জয়সওয়াল ও বিরাট কোহলি ফিরে যাওয়ার পর, দ্বিতীয় ইনিংসের ২০তম ওভারে ব্যাট করতে নামেন পন্থ।
যদিও চ্যালেঞ্জের মুহূর্তে ব্যাট করতে নেমে গিলের সঙ্গে দুর্দান্ত পারফর্ম করেন। প্রথম দিকে ধরে খেললেও, পরে সহজাত খেলায় ফেরেন তিনি।
পন্থের পাশাপাশি এদিন ঝলসে ওঠে গিলও। ১০টি চার ও ৪টি ছক্কার সহযোগে ১১৯ রান তোলেন তিনি।
দ্বিতীয় ইনিংসে ভারত তোলে ২৮৭ রান। ৫১৪ রানের লিড দেয় বাংলাদেশকে। কে এল রাহুল করেন ২২ রান।
৫১৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। টেস্ট এখন কোন দিকে গড়ায় সেদিকেই তাকিয়ে ভারতীয় ক্রিকেট-প্রেমীরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -