Rishabh Pant: মুম্বইয়ের হাসপাতালে পন্থকে দেখে কী বললেন চিকিৎসকেরা?
কেমন আছেন ঋষভ পন্থ? গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হওয়ার পর থেকে ভারতীয় দলের উইকেটকিপারকে নিয়ে উদ্বিগ্ন দেশের ক্রিকেট মহল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেহরাদূনের হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে পন্থকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে মুম্বইয়ে।
সেখানে কোকিলাবেন হাসপাতালে ডক্টর পড়দিওয়ালার নেতৃত্বে গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড।
তবে ভক্ত ও সমর্থকদের জন্য খুব একটা স্বস্তির খবর পাওয়া যাচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, পন্থের ডান পায়ের হাঁটু ও গোড়ালি এখনও বেশ ফুলে রয়েছে।
যে কারণে এখনও তাঁর হাঁটু ও গোড়ালির এমআরআই স্ক্যান করা যায়নি। তবে চোট পাওয়া দু’জায়গাতেই অস্ত্রোপচার করা হতে পারে।
পন্থের মাঠে ফিরতে কতদিন সময় লাগতে পারে?
চিকিৎসকরা বলছেন, ৮ থেকে ৯ মাস সময়ও লেগে যেতে পারে।
সেক্ষেত্রে আইপিএল তো বটেই, এমনকী, তার পরে এশিয়া কাপ ও ওয়ান ডে বিশ্বকাপেও হয়তো খেলতে পারবেন না পন্থ।
গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকেই হাসপাতালে ভর্তি ঋষভ পন্থ।
গোটা দেশের ক্রীড়াপ্রেমী মানুষ এমনকী দেশের বাইরেও ঋষভের অসংখ্য অনুরাগী তাঁর আরোগ্য কামনায় প্রার্থনা করছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -