লেওয়ানডস্কি থেকে হালান্ড, এই পাঁচ তারকা জিততে পারেন এ মরসুমের 'গোল্ডেন বুট'
গত দুই মরসুম ধরে ইউরোপিয়ান ফুটবলে লেওয়ানডস্কির রাজত্ব। দুই মরসুমেই ইউরোপিয়ান ক্লাব ফুটবলের (সেরা পাঁচ লিগ) সর্বোচ্চ গোলদাতা হিসাবে ‘গোল্ডেন বুট’ জেতেন পোলিশ তারকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই মরসুমে বদলেছে তাঁর জার্সির রং। বায়ার্ন ছেড়ে বার্সেলোনার জার্সি গায়ে চাপিয়েছেন পোলিশ তারকা। তবে নিঃসন্দেহে এবারও সর্বোচ্চ গোলদাতা হওয়ার সবচেয়ে বড় দাবিদার লেওয়ানডস্কি।
গত মরসুমে বুন্দেশলিগায় লেওয়ানডস্কির সঙ্গে সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে ছিলেন আরলিং হালান্ড। এবার তাঁর জার্সির রংও বদলেছে বটে।
কেভিন ডি ব্রুইনদের ম্যাঞ্চেস্টার সিটির হয়ে খেলবেন হালান্ড। সিটির আক্রমণাত্মক ফুটবল হালান্ডকে আরও গোল করার সুযোগ করে দেবে। তিনি প্রিমিয়ার লিগ তো বটেই, ইউরোপিয়ান ‘গোল্ডেন বুট’ জয়েরও অন্যতম দাবিদার।
ম্যান সিটির দলে হালান্ড থাকলে, লিগ জয়ের ক্ষেত্রে তাদের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী লিভারপুলের দলে মহম্মদ সালাহ রয়েছেন। তিনি গত মরসুমেও প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন।
পাঁচ মরসুমে তিনবার প্রিমিয়ার লিগের ‘গোল্ডেন বুট’ জেতা মিশরীয় ফরওয়ার্ড এ বারও নিজের ফর্ম অব্যাহত রাখলে ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হতেই পারেন।
‘গোল্ডেন বুট’ জয়ের দৌড়ে নিঃসন্দেহে থাকবেন করিম বেঞ্জেমাও। এবারের ব্যালন ডি’অর জয়ের সবচেয়ে বড় দাবিদার মনে করা হচ্ছে বেঞ্জেমাকে। ফরাসি স্ট্রাইকার গত মরসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন।
নিজের ১৩ বছরের কেরিয়ারে গত মরসুমের ২৭ গোলই তাঁর কেরিয়ার সেরা লিগ গোলসংখ্যা। এ মরসুমেও বেঞ্জেমা যে ‘গোল্ডেন বুট’ জেতার আলোচনার মধ্যে থাকবেন, সেটাই স্বাভাবিক।
বেঞ্জেমার স্বদেশীয় কিলিয়ান এমবাপেকেও কিন্তু ভুলে গেলে চলবে না। ২৮ গোল করে লেওয়ানডস্কির পর গত মরসুমে ‘গোল্ডেন বুট’ তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন এমবাপে।
লিগা ওয়ানে প্যারিস সঁ জঁরম-তে লিওনেল মেসি ও নেমারের পাশে খেলায়, এমবাপে যে গোল করার প্রচুর সুযোগ পাবেন, তা বলাই বাহুল্য। তবে তিনি এবার দুই থেকে একে পৌঁছতে পারেন কি না, সেটাই দেখার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -