Roger Federer: তিনি টেনিসের কিংবদন্তি, তিনি সুইস সম্রাট, রজার ফেডেরারের জন্মদিনে একঝলকে তাঁর সাম্রাজ্য
৪৩ তম জন্মদিন আজ টেনিসের সম্রাট জীবন্ত কিংবদন্তি রজার ফেডেরারে। এক নজরে দেখে নেওয়া যাক প্রাক্তন এই সুইস টেনিস তারকার বর্ণময় কেরিয়ার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিজের বর্ণময় কেরিয়ারে মোট ১০৩টি খেতাব জিতেছেন রজার ফেডেরার। সর্বাধিক ৮ বার উইম্বলডন খেতাব জিতেছিলেন সুইস টেনিস সম্রাট।
ফেডেরার নিজের টেনিসে কেরিয়ারে রেকর্ড ৩১০ সপ্তাহ বিশ্বের ১ নম্বর টেনিস তারকা ছিলেন। ২০০৪ সালের ২ ফেব্রুয়ার থেকে বিশ্বের ১ নম্বর ছিলেন রজার।
রজার ফেডেরার ৬টি অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন। একটি ফরাসি ওপেন জিতেছেন। পাঁচটি যুক্তরাষ্ট্র ওপেন জিতেছেন।
নিজের টেনিস কেরিয়ারে তৃতীয় সর্বাধিক ২০টি গ্র্যান্ডস্লাম জিতেছেন ফেডেরার।
কেরিয়ারে ৬টি এটিপি ফাইনাল খেলেছেন রজার ফেডেরার। এছাড়াও ২০১৪ সালের ডেভিস কাপ জয়ী।
অলিম্পিক্সেও পদক আছে রজার ফেডেরারের। ২০০৮ সালে অলিম্পিক্সে ডাবলসে সোনা জিতেছিলেন। ২০১২ অলিম্পিক্সে সিঙ্গলসে রুপো জিতেছিলেন।
২০০৬ সালে সর্বাধিক ১২টি এটিপি খেতাব জিতেছিলেন রজার। যা এক বছরে সর্বাধিক।
ফেডেরারের গ্র্যান্ড স্ল্যাম সাফল্য এবং ট্যুরের সাফল্য তুলে ধরলে তাঁর ধারের কাছে নেই কেউ। ওপেন এরায় ১২৫১টি ম্যাচ জেতিছেন সুইস টেনিস সম্রাট।
১৯৯৮ সাল থেকে পেশাদার টেনিস খেলে আসছেন ফেডেরার। ২০০৩ সালে প্রথমবার গ্র্যান্ডস্লাম জেতেন তিনি। ২০২২ সালে লেভার কাপে শেষবার খেলতে নেমেছিলেন রজার ফেডেরার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -