Roger Federer Birthday: ৪২-এ পা রাখলেন রজার ফেডেরার, ফিরে দেখা সুইস টেনিস সম্রাটের রেকর্ডবুক
আজ প্রাক্তন টেনিস তারকা রজার ফেডেরারে জন্মদিন। ৪১ পূর্ণ করে ৪২ বছরে পা রাখলেন এই কিংবদন্তি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯৯৮ সাল থেকে পেশাদার টেনিস খেলে ২০২২ সালে অবসর নেন ফেডেরার। কেরিয়ারে ২০টি গ্র্যান্ডস্লাম জিতেছেন।
একাধিকবার টেনিস কেরিয়ারে শীর্ষস্থানে ছিলেন ফেডেক্স। গোটা বছর শেষ করেছেন শীর্ষে থেকে এমনটা পাঁচবার হয়েছে তাঁর সঙ্গে। মোট ৩১০ সপ্তাহ শীর্ষে ছিলেন এটিপি র্যাঙ্কিং
অস্ট্রেলিয়া ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন জিতেছেন ফেডেরার। মোট ১০৩টি এটিপি ট্যুর লেভেল চ্যাম্পিয়নশিপ জিতেছেন।
উইম্বলডনের মঞ্চ যেন রজারের জন্য পয়া কোর্ট। মোট ৮ বার অল ইংল্য়ান্ড কোর্টে খেতাব ঘরে তুলেছেন।
২০০৩-২০০৭ পর্যন্ত টানা উইম্বলডন চ্যাম্পিয়ন ছিলেন রজার। এরপর ২০০৯, ২০১২, ২০১৭ সালে খেতাব জিতেছেন।
অস্ট্রেলিয়ান ওপেন মোট ৬ বার জিতেছেন ফেডেক্স। ২০০৪, ২০০৬, ২০০৭, ২০১০, ২০১৭, ২০১৮ সালে খেতাব জিতেছেন তিনি।
নিজের টেনিস কেরিয়ারে ফরাসি ওপেন অবশ্য একবারের বেশি জিততে পারেননি রজার। ২০০৯ সালে একবারই লাল সুরকির কোর্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।
নিজের কেরিয়ারে মোট ৫ বার ইউএস ওপেন জিতেছেন ফেডেরার। ২০০৪-২০০৮ পর্যন্ত টানা ইউ এস ওপেন জয়ী ছিলেন রজার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -