Roger Federer Farewell: এল সময় রাজার মত, হল কাজের হিসেব সারা...
পেশাদার কোর্টে নিজের শেষ ম্যাচটি খেলে ফেললেন রজার ফেডেরার। লেভার কাপের ম্যাচ শেষে চোখে জল কিংবদন্তি টেনিস তারকার। দর্শকদের অভিবাদন কুড়িয়ে নিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিজের শেষ মঞ্চ বেছে নিয়েছিলেন এই লেভার কাপকেই। টিম ইউরোপের হয়ে খেলতে নেমেছিলেন। ম্যাচ হারলেও এদিন তাঁর বিদায় নেওয়ার মুহূর্তে সবাই কাঁদলেন রজারের মতই।
কোর্টের 'শত্রু' রাফার সঙ্গে পেশাদার কোর্টে শেষবারের মত। আর কোনওদিন টেনিস কোর্টে এই ২ জনের দ্বৈরথ দেখা যাবে না। ফেডেরারের বিদায় বেলায় কাঁদলেন রাফাও।
ছিলেন আরেক টেনিস তারকা নোভাক জকোভিচ। রজার-রাফার কিছুদিন পরে টেনিস বিশ্বে পা রাখলেও এই মুহূর্তে তিনজনকেই কিংবদন্তির আসনে বসিয়েছেন টেনিস প্রেমীরা।
২০২১ সালের উইলম্বডনের কোয়ার্টার-ফাইনালের পরে আর খেলেননি। এদিন লেভার কাপেও ফেডেরার-নাদাল জুটি হেরে যান টিম ওয়ার্ল্ডের ফ্রান্সেস টিয়াফো এবং জ্যাক সকের বিরুদ্ধে।
রজার তাঁর বিদায় বার্তায় বলেন, ''রাফার সঙ্গে একই দলে খেলতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। সব কিংবদন্তিরা এখানে রয়েছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।''
রজারের পাশে দাঁড়িয়ে আবেগে চোখের দল ফেললেন বর্তমানে বিশ্ব টেনিসের ২ সেরা নাদাল ও জকোভিচ। প্রায় ২ দশক ধরে এই ২ জনের সঙ্গেই মূলত প্রতিদ্বন্দ্বীতা ছিল রজারের।
ইউরোপ টিমের হয়ে নেমেছিলেন টেনিসের বিগ ফোর নাদাল, ফেডেরার, জকোভিচ ও মারে। তাঁরা একসঙ্গে ডিনারও করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -