IND vs AUS: শুরু করলেন রোহিত, শেষ করলেন কার্তিক, নাগপুরে অজি বধ ভারতের
সিরিজে পিছিয়ে থেকে গতকাল নাগপুরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। বৃষ্টি-বিঘ্নিত ম্যাচ যদিও ৮ ওভার পার সাইড খেলা হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও বল হাতে ভেলকি দেখালেন অক্ষর পটেল।
অক্ষর তাঁর ২ ওভারের স্পেলে মাত্র ১৩ রান দিয়ে তুলে নেন প্রতিপক্ষের ২ উইকেট। প্রথমে ম্যাক্সওয়েল ও পরে টিম ডেভিড। ২ বিস্ফোরক ব্যাটারকে প্যাভিলিয়নের রাস্তা দেখান তিনি।
অক্ষর ছাড়াও চোট সারিয়ে দলে ফেরা যশপ্রীত বুমরাও এদিন নজর কাড়েন। দুরন্ত ইয়র্কারে ফিঞ্চকে ফিরিয়ে দেন তিনি।
অস্ট্রেলিয়া তাঁদের ৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯০ রান বোর্ডে তুলেছিল। তাঁদের হয়ে ম্যাথু ওয়েড সর্বোচ্চ ৪৩ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্য়াটিং শুরু করেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কে এল রাহুল ১০ রান করে ফিরে যান।
এদিনও শুরুটা ভাল করেছিলেন বিরাট কোহলি। ২টো বাউন্ডারি হাঁকিয়ে ৬ বলে ১১ রানও তুলে ফেলেছিলেন নিজের নামের পাশে। কিন্তু জাম্পার বলে লেগস্ট্যাম্প ছিটকে যায় তাঁর।
তবে ভারতের জয় নিশ্চিত করেন অধিনায়ক রোহিত শর্মা। ৪টি বাউন্ডারি ও ৪টি ছক্কার সাহায্যে ২০ বলে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলেন তিনি।
শুরুটা যদি রোহিত করে থাকেন, শেষটা অবশ্যই ডিকের। শেষ ওভারে যখন ব্যাট করতে নামলেন ভারতের চাই ৬ বলে ৯ রান। পরপর ছক্কা ও বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ শেষ করেন এই উইকেট কিপার ব্য়াটার।
আপাতত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ফল ১-১। সিরিজের নির্ণায়ক ম্যাচ আগামী ২৫ সেপ্টেম্বর হায়দরাবাদে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -