Rohan Bopanna Birthday: চুয়াল্লিশেও চালশে নয়! জন্মদিনে বোপান্নার কীর্তিতে এক নজর
সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ক্রিকেট মাঠের কিংবদন্তি বারবার বলেন, বয়স নেহাত একটা সংখ্যা। সৌরভের মুখের বিখ্যাত উক্তি, 'ফর্ম ইজ় টেম্পোরারি। ক্লাস ইজ় পার্মানেন্ট।'
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকে বলে চল্লিশে চালশে? রোহন বোপন্না অন্তত সব তত্ত্বকে উড়িয়ে চলেছেন টেনিস কোর্টের বাইরে।
সোমবার, ৪ মার্চ জন্মদিন ভারতীয় টেনিসের সর্বকালের অন্যতম সেরা তারকার। চুয়াল্লিশ বছর সম্পূর্ণ করলেন বোপন্না।
গত বছর ইন্ডিয়ান ওয়েলশে এটিপি ১০০০ মাস্টার্সে ডাবলসে চ্যাম্পিয়ন হয়ে নজির গড়েন বোপন্না।
সবচেয়ে বেশি বয়সে কোনও এটিপি মাস্টার্স জেতার নজির গড়েন ভারতীয় টেনিস তারকা।
আরও একটি নজির গড়েছেন বোপন্না। ৪৩ বছর পেরিয়ে ডাবলসে বিশ্বের এক নম্বর প্লেয়ার হয়েছেন তিনি।
টেনিসের ইতিহাসে তিনিই প্রবীণতম খেলোয়াড় হিসাবে ডাবলসে বিশ্ব ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছেছেন। ৪৩ বছর ৩৩১ দিনের মাথায় এই নজির গড়েন বোপন্না।
২০২৪ সালে অস্ট্রেলীয় ওপেনে পুরুষদের ডাবলসে চ্যাম্পিয়ন হন বোপন্না। সেটাই তাঁর জেতা প্রথম পুরুষদের ডাবলসে গ্র্যান্ড স্ল্যাম জয়। অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেনকে নিয়ে চ্যাম্পিয়ন হন বোপন্না।
২০১৭ সালে ফরাসি ওপেনে মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন বোপন্না।
আপাতত প্যারিস অলিম্পিক্সের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বোপন্না। প্যারিসে কে হবেন তাঁর সঙ্গী? এখনও জল্পনা রয়েছে। বিশ্ব ব়্যাঙ্কিংয়ে প্রথম তিনশোর মধ্যে রয়েছেন, এরকম কাউকেই বেছে নেওয়ার সুযোগ থাকবে বোপন্নার। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -