Rohan Bopanna Retirement: জয় দিয়েই ২১ বছরের ডেভিস কাপ কেরিয়ার শেষ করলেন বোপান্না
আগেই ঘোষণা করেছিলেন রবিবারে ম্যাচই ডেভিস কাপে তাঁর শেষ ম্যাচ হতে চলেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেইমতো রবিবারেই শেষ হল রোহন বোপান্নার ডেভিস কাপ কেরিয়ার।
নিজের শেষ ডেভিস কাপ ম্যাচে য়ুকি ভামব্রিকে সঙ্গে নিয়ে মরক্কোর এলিয়ট বেনচেট্রিট ও ইউনেস লালামি লারুউসির মুখোমুখি হয়েছিলেন বোপান্না।
৬-২, ৬-১ স্কোরলাইনে স্ট্রেট সেটে জয় পেলেন বোপান্না-ভামব্রি জুটি।
ম্যাচের পর উপস্থিত সমস্ত দর্শকদের অভিবাদন গ্রহণ করেন বোপান্না।
তাঁর পিঠে ছিল জাতীয় পতাকা। স্বভাবতই ম্যাচ জিতে বিদায় জানানোয় বেশ খুশিই দেখায় বোপান্নাকে।
সুমিত নাগাল সিঙ্গেলসে ইয়াসিনকেও স্ট্রেট গেমে পরাজিত করেন। সেই ম্যাচের স্কোর ৬-৩, ৬-৩।
প্রথম ম্যাচ হারলেও ৪-১ টাই জিতে নেয় ভারত। পরের বছর জানুয়ারিতে বিশ্ব গ্রুপ ১ প্লে-অফে খেলবে ভারতীয় ডেভিস কাপ দল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -