Rohit Sharma Birthday: আজ রোহিত শর্মার জন্মদিন-এক নজরে হিটম্যানের সেরা পাঁচ রেকর্ড
ভারতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার রোহিত শর্মার আজ ৩৪ তম জন্মদিন। ১৯৮৭-র আজকের দিনেই নাগপুরে জন্ম হয়েছিল তাঁর। ১৪ বছরের দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে ব্যাটসম্যান হিসেবে রোহিত বহু কৃতিত্ব অর্জন করেছেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২০০৭-এ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। তিন বছর তাঁকে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির জন্য অপেক্ষা করতে হয়েছিল।২০১৩-র চ্যাম্পিয়ন্স ট্রফিতে এম এস ধোনি তাঁকে শিখর ধবনের সঙ্গে ওপেনার হিসেবে খেলার সুযোগ দিয়েছিলেন। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। ধীরে ধীরে হিটম্যান হিসেবে খ্যাতি অর্জন করেন তিনি। (ছবি-পিটিআই)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকদিনের আন্তর্জাতিকে সর্বাধিক স্কোর- শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ রানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। ৩৩ বাউন্ডারি ও নয়টি ওভারবাউন্ডারি দিয়ে সাজানো এই ইনিংসই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোনও ব্যাটসম্যানের সর্বাধিক ব্যক্তিগত স্কোর।(ছবি-পিটিআই)
টি ২০-তে সবচেয়ে বেশি শতরান- ৯৬ টি ২০ ম্যাচ খেলে ৮৮ ইনিংসে চারটি সেঞ্চুরি এসেছে রোহিত শর্মার ব্যাট থেকে। কে এল রাহুল (১৮ ম্যাচ ও ২৫ ইনিংস) করেছেন দুটি সেঞ্চুরি। ভারতীয় ব্যাটসম্যান হিসেবে তিনিই রোহিতের রেকর্ডের সবচেয়ে কাছাকাছি রয়েছেন।(ছবি-পিটিআই)
একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি দ্বিশতরান- একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির রেকর্ড রয়েছে রোহিত শর্মার দখলে। তিনটি দ্বিশতরান রয়েছে তাঁর। একদিনের ক্রিকেটে রোহিত প্রথম দ্বিশতরান করেছিবেন ২০১৩-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। দ্বিতীয়টি শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১৪-তে। তৃতীয়টিও এসেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১৭-তে। (ছবি-এএফপি)।
সবচেয়ে বেশি আইপিএল ট্রফি-একমাত্র ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশিবার আইপিএল ট্রফি জয়ের রেকর্ড রোহিতের। তাঁর নেতৃত্বে মুম্বই পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। ২০০৯-এ আইপিএল জয়ী ডেকান চার্জার্স দলে ছিলেন তিনি। (ছবি-পিটিআই)
একটি বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরি- ২০১৯ র বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি করেছিলেন তিনি। প্রথম ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। (ছবি-পিটিআই)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -