Rohit Sharma: বিশ্বকাপে ও এশিয়া কাপের মঞ্চে ফিরে দেখা রোহিত শর্মার রেকর্ডবুক
এই মুহূর্তে রোহিত শর্মা ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। এশিয়া কাপ ও আসন্ন বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দেবেন তিনি। দলের অন্যতম সেরা ব্যাটারও তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১৮ এশিয়া কাপে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে এশিয়া কাপ জিতেছিলেন রোহিত। বাংলাদেশের বিরুদ্ধে সেই ফাইনালে জিতেছিল ভারত।
এশিয়া কাপ ও বিশ্বকাপের মঞ্চে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন রোহিত শর্মা। দলের অভিজ্ঞ ওপেনার রোহিত।
বিশ্বকাপের মঞ্চেও রোহিতের ব্যাট ভারতের জন্য পয়া। বেশ কয়েকটি স্মরণীয় ইনিংস তিনি খেলেছেন এই টুর্নামেন্টে।
২০১৫ বিশ্বকাপই রোহিতের প্রথম বিশ্বকাপ ছিল কেরিয়ারে। সেবার ৮ ইনিংসে ৩৩০ রান করেছিলেন হিটম্যান। কয়েকটি অর্ধশতরান ও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রোহিত।
২০১৯ বিশ্বকাপের ৯ ম্যাচে ৬৪৮ রান করেছিলেন রোহিত শর্মা। ব্যাট হাতে সেরা পারফরম্যান্স ছিল এই টুর্নামেন্টে হিটম্যানের।
২০১৯ বিশ্বকাপে পাঁচটি শতরান হাঁকিয়েছিলেন হিটম্যান। পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন হিটম্যান।
২০০৮ এশিয়া কাপের ফর্ম্যাট ছিল ওয়ান ডে। সেই মরসুমে ৬ ইনিংসে ১১৬ রান করেছিলেন।
২০১০ এশিয়া কাপে ৪ ম্যাচ খেলে রোহিত শর্মা ১৩২ রান করেছিলেন। একটি অর্ধশতরান করেছিলেন।
২০১২ ও ২০১৪ এশিয়া কাপ খুব একটা আহামরি পারফরম্যান্স আসেনি রোহিতের। ২০১৮ এশিয়া কাপে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন হিটম্যান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -