Ronaldinho Gaúcho: পুজোর শহরে রোনাল্ডিনহো, খেললেন ফুটবল, গেলেন মুখ্যমন্ত্রীর বাড়িতে
পুজোর মরশুমে, গতকাল রাতেই কলকাতায় পা রেখেছেন কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনহো।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ তাঁর একাধিক কর্মসূচিত অংশগ্রহণ করার কথা ছিল। সেইমতো এক ব্যস্ত দিনে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি।
সোমবার সকালে প্রথমেই রাজারহাটে মার্লিন রাইজ-এর রোনাল্ডিনহো ফুটবল অ্যাকাডেমির অনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত ১৩টি একাডেমির মধ্যে এটিই ভারতের একমাত্র আর টেন (R-10) ফুটবল অ্যাকাডেমি।
এরপর তাঁর যাওয়ার কথা ছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। লেকটাউনে মারাদোনার মূর্তিতে মাল্যদান করেই তিনি চলে যান শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো মণ্ডপে।
মাতৃদর্শন করার পরে শ্রীভূমি স্পোর্টিংয়ের মাঠে অন্য মেজাজে দেখা গেল তারকা ফুটবলারকে। ফুটবল পায়ে জাদুও দেখালেন ড্রিবলের রাজা। গোলকিপারের ভূমিকায় দেখা গেল মন্ত্রী সুজিত বসুকে।
এরপরই তিনি কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে যান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসুও।
ব্রাজিলিয়ান তারকাকে স্বাগত জানাতে বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরীয় পরিয়ে তাঁকে শুভেচ্ছা জানান মমতা।
মুখ্যমন্ত্রী ব্রাজিলিয়ান মহাতারকার হাতে একটি ফুটবল তুলে দেন তিনি। মিনিট ১৫ চলে তাঁদের আলাপ আলোচনা।
খবর অনুযায়ী তাঁর থেকে বাংলায় ফুটবলের উন্নতির বিষয়ে পরামর্শ চান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্রাজিলের একটি জার্সিও উপহার হিসেবে দেন রোনাল্ডিনহো।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -