SAFF Championship: রেকর্ড গড়ে হ্যাট্রিক, পাক বধে সুনীলই ভারতের নায়ক
গতকাল সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় ফুটবল দল। ৪-০ গোলে তারা হারিয়ে দেয় পাকিস্তানকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appম্যাচে ভারতের হয়ে তিনটি গোল করলেন সুনীল ছেত্রী। একটি গোল করলেন উদান্ত সিংহ। পাকিস্তানের হয়ে কেউ গোল করতে পারেননি।
এশিয়ার দ্বিতীয় সর্বাধিক গোলের মালিক হলেন সুনীল ছেত্রী। ইরানের আলি দায়ির পরই রয়েছেন ছেত্রী। সুনীলের ঝুলিতে এখন ৯০ আন্তর্জাতিক গোল।
ম্যাচের শুরুতেই ১০ মিনিটের মাথায় গোল করে ভারতকে এগিয়ে দিয়ে পাকিস্তানের ওপর চাপ তৈরি করে দেন সুনীল ছেত্রী। তার কিছুক্ষণের মধ্যে ১৬ মিনিটের মাথায় ফের গোল করেন ছেত্রী।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে কিছুটা আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করেছিল পাকিস্তান। ৭২ মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে যায় ভারত। সুনীল ছেত্রী আরও একটি গোল করেন পেনাল্টি থেকে। এর কিছুক্ষণের মধ্যেই আরও একটি গোল পেয়ে যায় ভারত।
৮১ মিনিটের মাথায় উদান্ত সিংহ গোল করেন ভারতের হয়ে চতুর্থ গোলটি। নির্ধারিত সময় শেষ হওয়ার পর আরও ৬ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হলেও তাতে কােনও গোলশোধ করতে পারেনি পাকিস্তানের ফুটবলাররা।
এদিন খেলার শুরুতে ৩ মিনিটের মাথায় পাকিস্তানের সামনে সুযোগ চলে এসেছিল গোল করার। কিন্তু মিস করেন তাদের স্ট্রাইকার। এরপর ৭ মিনিটের মাথায় পাক গোলরক্ষক শাকিব হানিফের ভুলে সুযোগ পেয়ে গিয়েছিলেন ছেত্রী একবার।
এরই মাঝে একবার পাকিস্তানের থ্রো ইনের সুযোগ আসে প্রথমার্ধের শেষ দিকে। সেই সময় সাইড লাইন থেকে বল নিয়ে নিয়েছিলেন ভারতীয় দলের হেডকোচ ইগর স্তিমাচ। মুহূর্তের মধ্যে মাঠেই ঝামেলা শুরু হয়। পাকিস্তানের ফুটবলাররা ক্ষিপ্র হয়ে ওঠেন। এগিয়ে আসেন সন্দেশ ঝিঙ্ঘান, অনিরুদ্ধ থাপারা। ইগর স্তিমাচকে লাল কার্ডও দেখানো হয়। সন্দেশকে হলুদ কার্ড দেখতে হয়। পাকিস্তানের নবিকেও হলুদ কার্ড দেখতে হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -