Sania Mirza: স্তন্যপান করানো নিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল সানিয়া মির্জার! নিজেই শোনালেন সেই কাহিনি
Sania Mirza Motherhood: একটি সাক্ষাৎকারে মাতৃত্ব, গর্ভাবস্থা থেকে শুরু করে স্তন্যপান করানো নিয়ে খোলামেলা আড্ডা দিয়েছেন সানিয়া মির্জা।
অন্তঃসত্ত্বা অবস্থায় কী কী সমস্যায় পড়েছিলেন সানিয়া? - সানিয়া মির্জার ফেসবুক
1/10
ভারতীয় টেনিসের ছবিটাই বদলে দিয়েছিলেন সানিয়া মির্জা। টেনিস কোর্টের সুন্দরী ঝড় তুলেছিলেন।
2/10
পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে রূপকথার প্রেম ও বিয়ে। সানিয়া-শোয়েবের একমাত্র পুত্রসন্তান ইজহান।
3/10
সানিয়া আর শোয়েবের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। পুত্র ইজহান এখন থাকে মায়ের সঙ্গেই। শোয়েব জানিয়েছেন, তিনি মাঝে মধ্যে দেখা করতে যান ছেলের সঙ্গে।
4/10
একটি সাক্ষাৎকারে মাতৃত্ব, গর্ভাবস্থা থেকে শুরু করে স্তন্যপান করানো নিয়ে খোলামেলা আড্ডা দিয়েছেন সানিয়া মির্জা।
5/10
সোশ্যাল ইনফ্লুয়েন্সার মাসুম মিনাওয়ালার সঙ্গে সব প্রসঙ্গেই অকপট সানিয়া। প্রথমবার কোলের সন্তানকে রেখে বাইরে যাওয়ার অভিজ্ঞতার কথাও বলেছেন তিনি।
6/10
সানিয়া বলেছেন, 'প্রথম যখন ইজহানকে রেখে যাই, ওর বয়স ৬ সপ্তাহ। আমার কাছে সেটা ছিল সবচয়েয়ে বড় লড়াই।'
7/10
সানিয়া জানিয়েছেন, তাঁকে একটি অনুষ্ঠানের জন্য দিল্লি যেতে হয়েছিল। বলেছেন, 'আমি সকালের বিমান ধরেছিলাম। তখনও ইজহানকে স্তন্যপান করাচ্ছিলাম। তাই পাম্প করে মাতৃদুগ্ধ রেখে যেতে হয়েছিল। বিমানের মধ্যেই পাম্প করতে হয়েছিল। খুব খারাপ অভিজ্ঞতা।'
8/10
সানিয়া জানিয়েছেন, সেদিন তিনি সফর বাতিল করলে আর কখনওই ছেলেকে বাড়িতে রেখে বেরতে পারতেন না। তাই সেই সফর তাঁকে অনেক কিছু শিখিয়েছিল। সন্ধ্যায় হায়দরাবাদে ফিরে তিনি দেখেছিলেন, ছেলে সম্পূর্ণ ঠিক আছে।
9/10
সানিয়া জানিয়েছেন, অন্তঃসত্ত্বা হওয়া তাঁর কাছে স্বপ্নের মতো ছিল। কিন্তু স্তন্যপান করানো তাঁর কাছে ভয়ানক কঠিন ছিল।
10/10
সানিয়া বলেছেন, 'আমি আড়াই-তিন মাস স্তন্যপান করিয়েছিলাম। মানসিকভাবে আমি শেষ হয়ে যাচ্ছিলাম। কর্মরত মহিলাদের কাছে এটা একটা বিরাট পিছুটান।' তিন মাস পরে চিকিৎসকের কাছে গিয়ে স্তন্যপান করানোর অপারগতার কথাও জানিয়েছিলেন। সানিয়ার কথায়, 'একটা ছোট প্রাণ পেট ভরানোর জন্য আমার ওপর নির্ভরশীল এটা ভাবাটাও কঠিন ছিল।' ছবি - পিটিআই ও সানিয়া মির্জার ফেসবুক
Published at : 25 Apr 2025 08:00 AM (IST)