Sania Mirza: ফুটবল মাঠে টেনিস সুন্দরী, বায়ার্ন মিউনিখের ম্যাচ দেখতে ছেলেকে নিয়ে গ্যালারিতে সানিয়া
তিনি টেনিস কোর্টের তারকা। ভারতের সর্বকালের সেরা মহিলা টেনিস খেলোয়াড়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেই সানিয়া মির্জাকে আচমকা দেখা গেল ফুটবলের মাঠে। আলিয়াঞ্জ এরিনায়।
যা আসলে জার্মানির বুন্দেশলিগার বিখ্যাত দল বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ।
আপাতত ছুটির মেজাজে রয়েছেন টেনিস সুন্দরী। জার্মানিতে বেড়াতে গিয়েছেন তিনি।
সেই সফরের ফাঁকেই বুন্দেশলিগা ম্যাচ দেখতে আলিয়াঞ্জ আরিনায় হাজির হয়ে গেলেন সানিয়া। তবে তিনি একা নন।
ছেলে ইজহানকে নিয়ে মাঠে গিয়েছিলেন সানিয়া। টেনিস সুন্দরী ও তাঁর পুত্র - দুজনেরই পরনে ছিল বায়ার্ন মিউনিখের জার্সি।
বুন্দেশলিগায় দারুণ ছন্দে রয়েছে বায়ার্ন। ১১ ম্যআচের মধ্যে ৯টিতে জিতে ২৯ পয়েন্ট-সহ লিগ তালিকার শীর্ষে রয়েছে।
শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে সানিয়ার।
পুত্র ইজহান এখন সানিয়ার সঙ্গেই থাকে। সেই সানিয়ার সর্বক্ষণের সঙ্গী।
শোয়েবের সঙ্গে বিচ্ছেদের পর সানিয়ার একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্ক নিয়ে জল্পনা হয়েছে। যদিও তিনি নিজে এ ব্যাপারে কখনও মুখ খোলেননি। - ইনস্টাগ্রাম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -