Al Nassr Welcomes Ronaldo: খুদেদের সঙ্গে তুললেন ছবি, রাজকীয় ভঙ্গিমায় রোনাল্ডোকে স্বাগত জানাল আল নাসর
বিশ্বকাপ চলাকালীনই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সম্পর্ক ছিন্ন করেন। জল্পনার অবসান ঘটিয়ে সৌদি আরবের আল নাসরে যোগ দিয়েছেন 'সিআর৭'।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইতিমধ্যেই সৌদি আরবে পৌঁছেও গিয়েছেন রোনাল্ডো। সেখানে গিয়ে আল নাসরের খুদে সমর্থকদের সঙ্গে এক ফ্রেমে ধরা দেন 'সিআর৭'।
আড়াই বছরের চুক্তিতে নতুন ক্লাবে যোগ দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। ২০২৫ সাল পর্যন্ত আল নাসরেই রোনাল্ডোকে খেলতে দেখা যাবে।
৩৭-র রোনাল্ডো স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর ইউরোপ অভিযান শেষ।
পর্তুগিজ মহাতারকা জানান তাঁকে ইউরোপ, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্লাব সই করার চেষ্টা করলেও, তিনি আল নাসরকে কথা দিয়েছিলেন এবং সেই কথার মর্যাদাই রাখলেন।
রোনাল্ডো বলেন, ইউরোপে তাঁর কাজ শেষ। তিনি বহু রেকর্ড গড়েছেন সেখানে। এবারে আল নাসরের হয়েই রেকর্ড গড়ার লক্ষ্যে তিনি।
রোনাল্ডোকে স্বাগত জানাতে আল নাসর স্টেডিয়ামে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তাঁকে স্বাগত জানাতে এক বিশেষ লাইট শোরও আয়োজন করা হয়।
রোনাল্ডোকেও দর্শকদের অভ্যর্থনা পেয়ে বেশ হাসিখুশিই দেখায়। নতুন ক্লাবের হয়ে মাঠে নামতে মুখিয়ে রয়েছেন রোনাল্ডো। তবে কবে তিনি প্রথম ম্যাচ খেলেন, এখন সেটাই দেখার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -