IND vs WI: দলে ঢুকলেন ঈশান, শাহরুখ, অনুশীলনে ব্যস্ত রোহিত, বিরাটরা
কাল থেকে শুরু হচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিদ ওয়ান ডে সিরিজ। সেই সিরিজের জন্য চূড়ান্ত প্রস্তুিত সারছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রস্তুতিতে চেনা ছন্দে দেখা গেল বিরাট কোহলিকে। এখন তিনি আর অধিনায়ক নন। তবে মাঠে একই মেজাজে পাওয়া যাবে কিং কোহলিকে, আশায় সমর্থকরা।
অনুশীলনে দুর্দান্ত কিছু ফিল্ডংয়ের মহড়াও সারলেন কোহলি। অসাধারণ কিছু ক্যাচও লুফে নিলেন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারতীয় দল। রোহিত শর্মা এই সিরিজেই প্রথমবার সীমিত ওভারের ফর্ম্যাটে পূর্ণাঙ্গ সময়ের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন।
দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই সীমিত ওভারের ফর্ম্যাট বিরাটের নেতৃত্ব কেড়ে নেওয়া হয়। দক্ষিণ আফ্রিকায় কে এল রাহুলের নেতৃত্বে ওয়ান ডে সিরিজ খেলেছিল ভারত।
নেটে প্রচুর ঘাম ঝরিয়েছেন কোহলি। ব্যাটিং অনুশীলন করেন তিনি অনেকক্ষণ ধরে। এই সময় যুজবেন্দ্র চাহাল সহ অনেক বোলারকেই খেলতে দেখা গেল তাঁকে।
দীর্ঘদিন পরে ফের জাতীয় দলে একসঙ্গে দেখা যাবে কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল জুটিকে। তবে প্রথম একাদশে ২ জনেই একসঙ্গে খেলবেন কি না, তা নিশ্চিত নয়।
করোনা আক্রান্ত হয়েছেন দলের তিন ক্রিকেটার। তাই প্রথম ভারতীয় স্কোয়াডে ঢুকে পড়েছেন ঈশান কিষাণ ও তামিলনাড়ুর ঝোড়ো ব্যাটার শাহরুখ খান।
সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করেছেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এতে ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংও দেখা যায়। বিরাটের ট্রেনিং চলাকালীন কোহলির রানিংয়ের গতি দেখে আপনিও অবাক হতে পারেন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে ওয়ান ডে ফর্ম্যাটে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রানের মালিক বিরাটই। তবে দীর্ঘদিন ধরে রানের মধ্যে নেই তিনি। মেলেনি শতরানও। এই সিরিজে কি সেই অপেক্ষা কাটবে?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -