Sourav Ganguly: স্ত্রী ডোনার নাচের স্কুলে বাগদেবীকে অঞ্জলি দিলেন সৌরভ, আবদার মেনে তুললেন সেলফিও

পরনে জিনস ও সোয়েটার। চোখ চশমা। স্থির দৃষ্টি দেবীর দিকে। পুজো দিলেন মহারাজ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
প্রথা মেনেই সৌরভের শ্বশুরবাড়িতে নৃত্যশিল্পীর স্কুলে চলছে বাণীবন্দনা। সকাল সকাল মন্ত্রোচ্চারণ, ধূপ-ধুনোর গন্ধে ভরে উঠল ডোনা গঙ্গোপাধ্যায়ের শিক্ষাঙ্গন। সেখানেই সকাল সকাল পুষ্পাঞ্জলি দিলেন সৌরভ

মেয়ে সানা পড়াশোনা করছেন লন্ডনে। স্ত্রী ডোনাও রয়েছেন মেয়ের সঙ্গেই। তাই এদিন একাই গিয়ে দীক্ষামঞ্জরিতে পুষ্পাঞ্জলি দিলেন মহারাজ।
আগামীকাল থেকেই শুরু ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু। তার আগে আজ গুরুত্বপূর্ণ মিটিংও আছে তাঁর। আজই আমদাবাদ উড়ে যাওয়ার কথা ছিল বিসিসিআই প্রেসিডেন্টের।
এই ব্যস্ততার মাঝেও সবার আবদার রাখলেন। যাঁরাই চাইলেন, দিলেন সই, তুললেন নিজস্বীও।
এদিন সৌরভের শ্বশুরবাড়িতে নৃত্যশিল্পীর স্কুলে হয় বাণীবন্দনা।
সেখানেই সকালে দেখা যায় সৌরভকে। তবে অন্যবারের থেকে একটু আলাদা সাজে ছিলেন মহারাজ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -