Axar Patel Engagement: পেশায় ডায়টিশিয়ান ও নিউট্রিশিনিস্ট মেহা, অক্ষর পটেলের জীবনসঙ্গীকে চিনুন
ভারতীয় ক্রিকেট দলের তরুণ অলরাউন্ডার অক্ষর পটেল। দেশের জার্সিতে গত বছরই টেস্টে অভিষেক করেছেন। এখনও পর্যন্ত ৫ ম্যাচে ৩৬ উইকেট তুলে নিয়েছেন এই ফর্ম্যাটে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন অক্ষর। ওয়ান ডে ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে ২০১৪ সালে অভিষেক হয়েছিল গুজরাটের এই প্লেয়ারের।
সম্প্রতি নিজের বাগদান পর্ব সেরেছেন অক্ষর। দীর্ঘদিনের বান্ধবী পেশায় ডায়টিশিয়ান ও নিউট্রিশিনিস্ট মেঘার সঙ্গে বাগদান সারলেন তিনি।
নিজের সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেছেন অক্ষর। সেখানে তিনি লিখেছেন, '''এটি জীবনের নতুন শুরু, আমরা চিরকাল একসঙ্গে আছি। আমি তোমাকে সর্বদা ভালবাসব।''
নিজের ২৮ তম জন্মদিনের দিনই (২০ জানুয়ারি) দিনই জীবনের নতুন ইনিংসের অঙ্গীকার সেরে ফেললেন অক্ষর।
অক্ষর প্যাটেলের গুজরাটের সতীর্থ চিন্তন গাজা সোশ্যাল মিডিয়ায় প্রথম সুখবরটি প্রকাশ্যে আনেন। পরে সোশ্যাল মিডিয়ায় বাগদানের ছবি প্রকাশ্যে আনেন অক্ষর নিজেই।
মেহা পেশায় একজন ডায়টিশিয়ান ও নিউট্রিশিনিস্ট। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল দুজনের।
মেহা পশুদেরও বেশি ভালোবাসেন। ইনস্টাগ্রামে তাঁর নিজের পোষ্য কুকুরের সঙ্গে তাঁর অনেক ছবি রয়েছে।
মেহার একটি হাতে অক্ষর প্যাটেলের নামের একটি ট্যাটুও রয়েছে। তিনি যখন এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, তখন ক্রিকেটার জয়দেব উনাদকাটও একটি মজার মন্তব্য করেন।
মেহা নিজে ভীষণ সহজ, সরল শান্ত। বেশ সাধারণ জীবনযাপন করতেই অভ্যস্ত তিনি। নিজের সোশ্যাল মিডিয়ায় খুব সাধারণ পোশাকে অনেক ছবিও দিয়েছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -