Rohit Sharma: ম্যাচ ও সিরিজ জিতলেও লজ্জার এই রেকর্ড গড়লেন রোহিত
চলতি টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে দ্বিতীয় ম্যাচেও হারিয়েছে ভারত। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে। তবে অধিনায়ক রোহিত শর্মা লজ্জার এক রেকর্ড গড়েছেন। টি-টোয়েন্টিতে ভারতের জার্সিতে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার নজির রয়েছে রোহিত শর্মার। তিনি রবিবারও শূন্য করে ফেরেন। সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা রোহিতের ১১তম 'ডাক'।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলজ্জার এই তালিকায় দুইয়ে রয়েছেন কে এল রাহুল। টিম ইন্ডিয়ার হয়ে ৭২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আর তার মধ্যে মোট ৫ বার শূন্য রানে ফিরেছেন রাহুল।
এই তালিকায় তিন নম্বরে রয়েছেন তামিলনাড়ুর অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। জাতীয় দলের হয়ে ৪১টি টি-টোয়েন্টি ম্যাচে চারবার শূন্য রানে ফিরেছেন ওয়াশিংটন সুন্দর।
তিনি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ। সেই শ্রেয়স আইয়ারও ৪ বার 'ডাক' করেছেন। ৫১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে। তালিকায় যুগ্মভাবে তিন নম্বরে রয়েছেন মুম্বইয়ের ক্রিকেটার।
তালিকায় যুগ্মভাবে তিন নম্বরে রয়েছেন ব্যাটিংয়ের এক কিংবদন্তিও। তিনি, বিরাট কোহলি। টি-টোয়েন্টিতে ৪ হাজারের ওপর রান। তবে চারবার শূন্য করে ফিরেছেন বিরাট কোহলি।
তালিকায় পরের নাম আশিস নেহরার। ভারতের জার্সিতে ২৭টি টি-টোয়েন্টি খেলে তিনবার শূন্যয় ফিরেছেন আশিস নেহরা। বর্তমানে যিনি গুজরাত টাইটান্সের কোচ। কোচের দায়িত্ব নিয়ে প্রথম মরশুমেই গুজরাতকে আইপিএলে চ্যাম্পিয়নও করেছেন।
তিনি ব্যাট হাতে ক্রিজে নামা মানেই চার-ছক্কার ফুলঝুরি দেখা যেত। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে শূন্যর ধাক্কা কাটাতে পারেননি ইউসুফ পাঠানও। ২২টি টি-টোয়েন্টি ম্যাচে ৩ বার শূন্য করেছেন ইউসুফ পাঠান, তালিকায় যুগ্মভাবে চার নম্বরে বঢোদরার তারকা অলরাউন্ডার।
গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হওয়ার পর এক বছরেরও বেশি সময় কেটে গিয়েছে। এখনও মাঠের বাইরে ঋষভ পন্থ। বাঁহাতি ব্যাটারের রিহ্যাব পর্ব চূড়ান্ত পর্বে। অনেকের আশা, আগামী আইপিএল খেলেই বাইশ গজে প্রত্যাবর্তন ঘটাবেন রুরকির তরুণ। ভারতের হয়ে ৬৬টি টি-টোয়েন্টি ম্যাচে তিনবার শূন্য রানে ফিরেছেন ঋষভ পন্থ।
টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে তিনি এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটার। উইকেটের চারধারে শট খেলার দক্ষতার জন্য এ বি ডিভিলিয়ার্সের পর যাঁকে বলা হয় বিশ্ব ক্রিকেটের নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি। তবে ৩ বার শূন্য করে ফিরেছেন সূর্যকুমার যাদবও।
সীমিত ওভারের ক্রিকেটে তিনি জাতীয় দলের ভরসা ছিলেন। আইপিএলেও তিনি ছিলেন চেন্নাই সুপার কিংসের গুরুত্বপূর্ণ সদস্য। সেই সুরেশ রায়নাও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তিনবার শূন্য রানে ফিরেছেন।
চোটের জন্য আপাতত মাঠের বাইরে তিনি। চলছে মাঠে ফেরার লড়াই। আইপিএলে অধিনায়ক হিসাবে প্রথম মরশুমেই চ্যাম্পিয়ন করেছিলেন গুজরাত টাইটান্সকে। আগামী আইপিএলে তিনি খেলবেন মুম্বই ইন্ডিয়ান্সে। শুধু খেলবেনই না, নেতৃত্বও দেবেন। তবে লজ্জার এই তালিকায় নাম রয়েছে হার্দিক পাণ্ড্যরও। টিম ইন্ডিয়ার জার্সিতে ৯২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিন বার শূন্য করে ফিরেছেন হার্দিক পাণ্ড্য। (পিটিআই ফাইল ছবি)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -