Asian Champions Trophy Hockey: অধিনায়ক হরমনপ্রীতের নজির গড়ার দিন বিরাট জয় ভারতের
আগের ম্যাচেই জাপানের কাছে ১-১ গোলে আটকে গিয়েছিল ভারতীয় হকি দল (Indian Hockey Team)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Asian Champions Trophy) ঘুরে দাঁড়ালের হরমনপ্রীত সিংহরা (Harmanprit Singh)। অন্যতম ফেভারিট দেশ মালয়েশিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিল ভারত (India vs Malaysia)।
নিজেদের প্রথম ম্যাচে চিনকে উড়িয়ে দিয়েছে ভারত। ৭-২ গোলে চিনকে হারানোর পরের ম্যাচেই অবশ্য জাপানের সঙ্গে ড্র করেছিল ভারত।
রবিবার মালয়েশিয়ার বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিলেন হরমনপ্রীতরা। মালয়েশিয়াকে ৫-০ গোলে বিপর্যস্ত করল ভারতীয় দল। আর এই জয়ের ফলেই লিগ তালিকার একেবারে শীর্ষে চলে গেল ভারতীয় দল। কার্যত টুর্নামেন্টের সেমিফাইনালে চলে গেল ভারতীয় পুরুষ হকি দল।
চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণন স্টেডিয়ামে প্রথম থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে ভারতীয় দল। আর তার জেরেই কার্যত এরপেশেভাবে ম্যাচ জিতল।
মালয়েশিয়াকে হারিয়ে টু্র্নামেন্টে ফের জয়ের সরণিতে ফিরল ভারতীয় দল।এদিন ভারত ম্যাচ জেতার পাশাপাশি, এক অনন্য কৃতিত্বও অর্জন করলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত সিংহ।
নিজের আন্তর্জাতিক কেরিয়ারের দেড়শোতম গোলটি রবিবার করলেন হরমনপ্রীত। প্রসঙ্গত চলতি টু্র্নামেন্টে এটি ভারতের দ্বিতীয় জয়। ভারতের পরবর্তী ম্যাচ শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে।
টুর্নামেন্টে দারুণ ছন্দে ছিল মালয়েশিয়া। হাড্ডাহাড্ডি লড়াই আশা করেছিলেন দুই দেশের হকিপ্রেমীরা। তবে মালয়েশিয়া দলকে তাদের স্বাভাবিক খেলা খেলতেই দেয়নি ভারতীয় মিডফিল্ডাররা।
কোনও রকম গতি বাড়ানো বা জায়গা নিয়ে খেলার সুযোগই দেয়নি ভারত। উল্টে দ্রুত গতিতে প্রতি আক্রমণ করতে দেখা যায় ভারতকে। ভারতীয় মিডফিল্ডাররা এদিন বারবার দিক পরিবর্তন করে খেলার ফলে সমস্যায় পড়ে যায় মালয়েশিয়া দল।
বিবেক সাগর প্রসাদ, সুমিত এবং হার্দিক সিংহ মাঝমাঠে দুরন্ত খেলেন। ভারতীয় রক্ষণে এদিন দারুণ ফর্মে ছিলেন জারমনপ্রীত সিংহ এবং যুগরাজ সিংহ। ম্যাচের প্রথম কোয়ার্টারের একেবারে শেষ দিকে ১৫ মিনিটে ভারতের হয়ে গোল করেন স্থানীয় তারকা সেলভাম কার্তি। দ্বিতীয় কোয়ার্টারে কোনও গোল হয়নি। তৃতীয় কোয়ার্টারে ৩২ মিনিটে হার্দিক সিংহ গোল করে লিড বাড়ান। ৪২ মিনিটে কেরিয়ারের ১৫০তম গোলটি করেন হরমনপ্রীত। এর পর শেষ কোয়ার্টারে ৫৩ এবং ৫৪ মিনিটে পরপর দুটি গোল করে ভারতের জয় নিশ্চিত করেন গুরজান্ত সিংহ ও যুগরাজ সিংহ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -