KKR: আইপিএলের আগে ম্যাচ খেলতে নেমে পড়লেন অধিনায়ক, কেকেআর শিবিরে খুশির হাওয়া
তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) গুডবুকে নেই। ভারত বনাম ইংল্যান্ড (India vs England) টেস্ট সিরিজের মাঝপথে বাদ পড়েছিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতারপর থেকে ঘরোয়া ক্রিকেট এড়িয়ে যাচ্ছিলেন। বোর্ড থেকে তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলার কথা বলা হলেও, রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) মুম্বই দলে দেখা যায়নি।
যার ফল হিসাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তির তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছিল তাঁর নাম।
অবশেষে মাঠে ফিরলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির সেমিফাইনালে মাঠে নামলেন তিনি।
তামিলনাড়ুর বিরুদ্ধে ম্যাচের প্রথম দিন চালকের আসনে মুম্বই। তবে প্রথম দিন ব্যাটিং করার সুযোগ হয়নি শ্রেয়সের।
তামিলনাড়ু ১৪৬ রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে মুম্বইয়ের রান ৪৫/২।
তবে মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে ম্যাচে সকলের নজর ছিল শ্রেয়স আইয়ারের দিকে।
অজিঙ্ক রাহানে এই ম্যাচে মুম্বইকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি ম্যাচের আগেই জানিয়েছিলেন যে, শ্রেয়স খেলায় সেমিফাইনালে মুম্বই অনেক শক্তিশালী হবে।
শ্রেয়স যে তাঁদের দলের অন্যতম বড় সম্পদ বুঝিয়ে দিয়েছিলেন রাহানে।
ব্যাট হাতে শ্রেয়স কেমন করেন, দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। তবে শ্রেয়স মাঠে নেমে পড়ায় আইপিএলের আগে কলকাতা নাইট রাইডার্স শিবির যে মানসিকভাবে আরও চাঙ্গা হয়ে উঠবে, বলার অপেক্ষা রাখে না। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -