Neeraj Chopra's Journey : এবার নিজের ন্যাশনাল রেকর্ড ভাঙলেন নীরজ চোপড়া, একনজরে ভারতের 'গোল্ডেন বয়'-এর সাফল্য

নীরজ চোপড়া

1/10
২০১৮ সালে কমনওয়েলথ গেমস থেকে নজর কাড়তে শুরু করেছিলেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া।
2/10
এবার নিজের ন্যাশনাল রেকর্ডই ভেঙে দিলেন নীরজ। কেরিয়ারে কী কী সাফল্য অর্জন করেছেন পদ্মশ্রী নীরজ, দেখে নেওয়া যাক।
3/10
সালটা ছিল ২০১৮। অস্ট্রেলিয়ায় কমলওয়েলথ গেমসের আসর বসে। ফাইনাল রাউন্ডে সোনা জিতে শেষ করেন নীরজ। (ছবি-ইনস্টাগ্রাম)
4/10
ফাইনালে অস্ট্রেলিয়ার হামিশ পিকক ও গ্রেনাডা-র অ্যান্ডারসন পিটারস-কে পরাস্ত করেন।
5/10
ওই বছরেই ভারতকে আরও একবার গর্বিত করেন এই কৃতি সন্তান। ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমসে জিতে নেন স্বর্ণপদক। (ছবি-ইনস্টাগ্রাম)
6/10
ভারতীয় চ্যাম্পিয়নের থ্রো ছিল ৮৮.০৬। ওই ইভেন্টে চিনের লিউ কিঝেন ও পাকিস্তানের আরশাদ নাদিম যথাক্রমে রুপো ও ব্রোঞ্জ পদক জেতেন।
7/10
ভারতের এই সোনার ছেলে অতিমারীর পর জাতীয় রেকর্ড গড়েন। পাটিয়ালায় ইন্ডিয়ান গ্র্যান্ড প্রিক্সে ৮৮.০৭ মিটার ব্যবধানে ছোড়েন জ্যাভলিন। ২০২১-এর মার্চে। অলিভার হেলান্ডারের পর দ্বিতীয় স্থানে শেষ করেন। তাঁর থ্রো ছিল ৮৯.৯৩ মিটার।(ছবি-ইনস্টাগ্রাম)
8/10
টোকিও অলিম্পিক্সে ইতিহাস গড়েন নীরজ। প্রথম চেষ্টাতেই ৮৭.০২ মিটার দূরত্ব পর্যন্ত থ্রো করেন। জিতে নেন সোনার পদক। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে ট্র্যাক ও ফিল্ডে দেশের হয়ে সোনা জেতেন। (ছবি-ইনস্টাগ্রাম)
9/10
এই সাফল্যের জেরে মার্চে পদ্মশ্রী সম্মান পান টোকিও অলিম্পিক্স চ্যাম্পিয়ন নীরজ চোপড়া।
10/10
এরপর ফিনল্যান্ডের পাভো নুর্মি গেমসে নিজের ন্যাশনাল রেকর্ডই ভেঙে দেন নীরজ। রুপোর পদক জিতে নেন। ছোড়েন ৮৯.৩০ মিটার দূরত্ব পর্যন্ত। গত বছর মার্চে পাটিয়ালায় গড়া ৮৮.০৭ মিটারের নিজের ন্যাশনাল রেকর্ড ভেঙে দেন। (ছবি-এএনআই)
Sponsored Links by Taboola