Sourav Ganguly Birthday: রাত ১২টায় মেয়ে সানার দেওয়া কেক কেটে জন্মদিন পালন সৌরভের
বৃহস্পতিবার, ৮ জুলাই ৪৯ বছর সম্পূর্ণ করলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রিয় দাদা-কে শুভেচ্ছাবার্তা জানাতে তৎপর ভক্তরা। সকাল থেকেই বেহালার বীরেন রায় রোডে তাঁর বাড়ির সামনে অনুরাগীদের ভিড় লেগে থাকে।
যদিও করোনা পরিস্থিতিতে সেই ছবি কিছুটা বদলেছে। নিজের জন্মদিন সেভাবে উদযাপনও করছেন না সৌরভ।
রাত ১২টা বাজতেই মেয়ে সানার অর্ডার দেওয়া বিশেষ কেক কাটেন সৌরভ।
জন্মদিনে স্ত্রী ডোনা উপহার দিয়েছেন মোবাইল ফোন।
কর্মব্যস্ততা থেকে একদিনের বিরতি। বৃহস্পতিবার ছুটিতেই কাটাচ্ছেন সৌরভ। সময় কাটাচ্ছেন পরিবারের সদস্যদের সঙ্গে।
সানা বড় হওয়ার পর এখন সৌরভের জন্মদিনের পরিকল্পনা সারতে মুখ্য ভূমিকা নেন। সৌরভ এবিপি লাইভকে বলেছেন, 'প্রত্যেক বছরই আমার জন্মদিন পালন করায় বড় ভূমিকা নেয় সানা। এবারও ও-ই সব করছে। তবে এটাই তো স্বাভাবিক। বাবা-মায়েদের জন্মদিন তো ছেলে-মেয়েরাই পালন করে।'
জন্মদিনের রেজ়োলিউশনে বিশ্বাস করেন? কখনও এই দিনে কোনও সংকল্প করেছেন? সৌরভ বলছেন, 'না, আমার জীবনে প্রত্যেক দিনই অনেক রেজ়োলিউশন থাকে।'
এই বছরটা তাঁর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ কারণ, লর্ডসে তাঁর অভিষেকেপ ২৫ বছর পূর্ণ হল।
করোনা পরিস্থিতিতে মানুষের পাশেও দাঁড়াতে দেখা যাচ্ছে সৌরভকে। করোনার টিকাকরণের ব্যবস্থা করা থেকে শুরু করে ত্রাণ পৌঁছে দেওয়া, সবই করছেন মহারাজ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -