Suryakumar Yadav Record: ওয়ার্নারকে পেরলেন, ভাগ বসালেন কোহলির কীর্তিতে, সূর্যর ব্যাটে রেকর্ডের ছড়াছড়ি
মঙ্গলবার এবেখায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৯ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন স্কাই। শেষ পর্যন্ত ৩৬ বলে ৫৬ রান করে আউট হন সূর্যকুমার যাদবের। এদিনের ইনিংসে রেকর্ডের ছড়াছড়ি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে চতুর্থ হাফসেঞ্চুরি স্কাইয়ের।
তিনি স্পর্শ করলেন জনি বেয়ারস্টো, মহম্মদ রিজ়ওয়ান ও ডেভিড ওয়ার্নারকে।
তবে বাকিদের চেয়ে কম ইনিংস খেলে প্রোটিয়াদের বিরুদ্ধে চতুর্থ হাফসেঞ্চুরি হল সূর্যকুমারের।
৪টি হাফসেঞ্চুরি করতে ওয়ার্নার যেখানে ১৫ ইনিংস নিয়েছেন, ১৩ ইনিংসে চার অর্ধশতক করেছেন বেয়ারস্টো, মহম্মদ রিজ়ওয়ান নিয়েছেন ১১ ইনিংস, সেখানে অর্ধেকেরও কম ইনিংস লেগেছে স্কাইয়ের।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ টি-টোয়েন্টি ম্যাচে চতুর্থ হাফসেঞ্চুরি সূর্যকুমারের। টি-টোয়েন্টি ক্রিকেটে ৫৬ ইনিংসে ২০০০ রান হয়ে গেল স্কাইয়ের।
তিনি ধরে ফেললেন বিরাট কোহলির কীর্তি। কোহলির সঙ্গে যৌথভাবে সূর্যকুমার এখন টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের দ্রুততম ব্যাটার হিসাবে ২ হাজার রানের মালিক।
টি-টোয়েন্টি ক্রিকেটে নজিরের সামনে দাঁড়িয়ে ছিলেন সূর্যকুমার যাদব। মঙ্গলবার ১৫ রান করলে টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার রান পূর্ণ হতো তাঁর।
ভারতের হয়ে বিরাট কোহলি সবচেয়ে কম ইনিংসে (৫৬) টি-টোয়েন্টিতে ২ হাজার রান করেছেন। ৫৫ ইনিংসে ১৯৮৫ রান ছিল স্কাইয়ের। মঙ্গলবার কোহলিকে স্পর্শ করলেন। সূর্যকুমারেরও ৫৬ টি-টোয়েন্টি ইনিংসে ২ হাজার রান হয়ে গেল।
প্রথম ভারত অধিনায়ক হিসাবে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি ম্যাচে হাফসেঞ্চুরি করলেন সূর্য। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -