India Vs South Africa : ৯ জুন শুরু টি-টোয়েন্টি সিরিজ, প্রোটিয়াদের বিরুদ্ধে সেরা ৫ ভারতীয় রান সংগ্রহকারী
ইতিমধ্যেই ভারতে পৌঁছে গেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। তেম্বা বাভুমার নেতৃত্বাধীন প্রোটিয়া শিবির ভারতের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগামী ৯ জুন থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। ১৯ জুন হবে শেষ ম্যাচ। (ছবি সৌজন্যে - BCCI ট্যুইটার)
সিরিজ শুরুর আগে দেখে নেওয়া যাক, প্রোটিয়াদের বিরুদ্ধে ক্রিকেটে সবথেকে ছোট ফর্ম্যাটে কারা নজরকাড়া সাফল্য পয়েছে। সর্বোচ্চ রান সংগ্রহকারী কারা।(ছবি সৌজন্যে - BCCI ট্যুইটার)
এই তালিকায় প্রথমেই রয়েছেন রোহিত শর্মা। ১৩টি ম্যাচে তিনি ৩৬২ রান করেছেন। গড় ৩২.৯০।ছবি সৌজন্যে - ICC ট্যুইটার)
এর মধ্যে একটি শতরান ও দুটি অর্ধ শতরান রয়েছে হিটম্যানের। বেস্ট স্কোর ১০৬।(ছবি সৌজন্যে - বিনয় কুমার আর ট্যুইটার)
এই তালিকায় পরের জন সুরেশ রায়না। ১২টি ম্যাচে তাঁর সংগ্রহে রয়েছে ৩৩৯ রান। গড় ৩৩.৯০।(ছবি সৌজন্যে - ICC ওয়েবসাইট)
এর মধ্যে একটি শতরান রয়েছে ভারতীয় এই বাঁহাতি ব্যাটারের। সর্বোচ্চ রান ১০১।(ছবি সৌজন্যে - ট্যুইটার)
এরপরেই রয়েছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০টি ইনিংসে তাঁর রান ২৫৪। গড় ৩৬.২৮। তারঁ সংগ্রহে রয়েছে দুটি অর্ধ শতরান । সর্বোচ্চ রান ৭২ অপরাজিত।(ছবি সৌজন্যে - ICC ট্যুইটার)
তালিকায় জায়গায় করে নিয়েছেন শিখর ধাওয়ানও। সাত ইনিংসে ২৩৩ রান তুলেছিলেন ধাওয়ান। গড় ৩৩.২৮। এরম মধ্যে একটি অর্ধ শতরান রয়েছে। সর্বোচ্চ রান ৭২।(ছবি সৌজন্যে - ICC ট্যুইটার)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৩টি টি২০ ম্যাচ খেলেছেন ধোনি। এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। তাঁর সংগ্রহে রয়েছে ২০৪ রান। গড় ৩৪.০০। এর মধ্যে একটি অর্ধ শতরান। সর্বোচ্চ রান ৫২ অপরাজিত।(ছবি সৌজন্যে - ICC ট্যুইটার)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -