Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Serena Williams Retirement: যুক্তরাষ্ট্র ওপেনে শুরু হয়েছিল ইতিহাস গড়া, সেই টুর্নামেন্টেই শেষ হল সেরিনার কেরিয়ার
ওপেন যুগের সম্ভবত সর্বসেরা টেনিস খেলোয়াড় সেরিনা উইলিয়ামসের বর্ণময় কেরিয়ার শেষ হল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতিন সেটের ম্যাচে মরিয়া লড়াইয়ে পর অস্ট্রেলিয়ার আলিয়ার বিরুদ্ধে পরাজিত হয়ে বিদায় নিলেন সেরিনা।
২৩টি সিঙ্গেলস স্ল্যামজয়ী সেরিনা যুক্তরাষ্ট্র ওপেনের তৃতীয় রাউন্ডে হেরেই বিদায় জানালেন টেনিসকে।
ওপেন যুগে সর্বাধিক স্ল্যাম জয়ের পাশাপাশি রেকর্ড ১৮৬ সপ্তাহ ব়্যাঙ্কিংয়ে এক নম্বরেও ছিলেন ৪০ বছর বয়সি কিংবদন্তি।
সেরিনাকে মূলত সিঙ্গলস বিশেষষজ্ঞ হিসাবেই সকলে চিনলেও, ডাবলস, মিক্সড ডাবলস মিলিয়েও কিন্তু ১৬টি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে তাঁর দখলে।
বোন ভিনাস উইলিয়ামসকে সঙ্গী করে ১৪টি মেজর ডাবলস খেতাব জিতেছেন তিনি।
সিঙ্গলস এবং ডাবলস, উভয় বিভাগেই কেরিয়ার স্ল্যাম জয়ের রেকর্ড রয়েছে সেরিনার দখলে।
সিঙ্গলস, ডাবলস মিলিয়ে অলিম্পিক্সে জিতেছেন চার চারটি সোনাও।
তবে এবার আর টেনিস নয়, এবার শুধুই তাঁর কণ্যার মা হিসাবে দায়িত্ব পালন করতে আগ্রহী সেরিনা।
অবসরের সিদ্ধান্ত বদলের তাঁর কোনও আগ্রহ আপাতত অন্তত নেই বলেই জানিয়েছেন টেনিস কিংবদন্তি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -