Serena Williams Retirement: যুক্তরাষ্ট্র ওপেনে শুরু হয়েছিল ইতিহাস গড়া, সেই টুর্নামেন্টেই শেষ হল সেরিনার কেরিয়ার

Serena Williams: ওপেন যুগে সিঙ্গলসে সর্বাধিক ২৩টি স্ল্যামজয়ী সেরিনা যুক্তরাষ্ট্র ওপেনের তৃতীয় রাউন্ডে হেরেই কেরিয়ারে ইতি টানলেন।

সেরিনা উইলিয়ামস (ছবি: যুক্তরাষ্ট্রে ওপেন ট্যুইটার)

1/10
ওপেন যুগের সম্ভবত সর্বসেরা টেনিস খেলোয়াড় সেরিনা উইলিয়ামসের বর্ণময় কেরিয়ার শেষ হল।
2/10
তিন সেটের ম্যাচে মরিয়া লড়াইয়ে পর অস্ট্রেলিয়ার আলিয়ার বিরুদ্ধে পরাজিত হয়ে বিদায় নিলেন সেরিনা।
3/10
২৩টি সিঙ্গেলস স্ল্যামজয়ী সেরিনা যুক্তরাষ্ট্র ওপেনের তৃতীয় রাউন্ডে হেরেই বিদায় জানালেন টেনিসকে।
4/10
ওপেন যুগে সর্বাধিক স্ল্যাম জয়ের পাশাপাশি রেকর্ড ১৮৬ সপ্তাহ ব়্যাঙ্কিংয়ে এক নম্বরেও ছিলেন ৪০ বছর বয়সি কিংবদন্তি।
5/10
সেরিনাকে মূলত সিঙ্গলস বিশেষষজ্ঞ হিসাবেই সকলে চিনলেও, ডাবলস, মিক্সড ডাবলস মিলিয়েও কিন্তু ১৬টি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে তাঁর দখলে।
6/10
বোন ভিনাস উইলিয়ামসকে সঙ্গী করে ১৪টি মেজর ডাবলস খেতাব জিতেছেন তিনি।
7/10
সিঙ্গলস এবং ডাবলস, উভয় বিভাগেই কেরিয়ার স্ল্যাম জয়ের রেকর্ড রয়েছে সেরিনার দখলে।
8/10
সিঙ্গলস, ডাবলস মিলিয়ে অলিম্পিক্সে জিতেছেন চার চারটি সোনাও।
9/10
তবে এবার আর টেনিস নয়, এবার শুধুই তাঁর কণ্যার মা হিসাবে দায়িত্ব পালন করতে আগ্রহী সেরিনা।
10/10
অবসরের সিদ্ধান্ত বদলের তাঁর কোনও আগ্রহ আপাতত অন্তত নেই বলেই জানিয়েছেন টেনিস কিংবদন্তি।
Sponsored Links by Taboola