Sergio Busquets Retirement: আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানলেন বুস্কেতস, ফিরে দেখা বিশ্বজয়ীর বর্ণময় স্পেন কেরিয়ার
৩৪ বছর বয়সে অবসর নিলেন স্পেনের তারকা মিডফিল্ডার সের্জিও বুস্কেতস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএ বারের বিশ্বকাপে জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হলেও, বুস্কেতস দলকে কোয়ার্টার ফাইনালেও নিয়ে যেতে পারেননি। এরপরেই অবসর ঘোষণা করলেন তিনি।
স্পেনের হয়ে তৃতীয় সর্বোচ্চ, ১৪৩টি ম্যাচ খেলেছেন বুস্কেতস। কেবল দুই প্রাক্তন স্পেন অধিনায়ক ইকার ক্যাসিয়াস ও সের্জিও রামোস স্পেনের হয়ট তাঁর থেকে বেশি ম্যাচ খেলেছেন।
২০০৯ সালে ভিনসেন্ট দেল বস্কের অধীনে নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটান বুস্কেতস।
তার এক বছর পরেই স্পেনের হয়ে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত ২০১০ বিশ্বকাপ জেতেন বুস্কেতস।
দেশ তথা ক্লাব বার্সেলোনার হয়ে তাঁর সঙ্গে জাভি ও ইনিয়েস্তার মিডফিল্ড ত্রয়ী চিরস্মরণীয় হয়ে আছে।
২০০৮ সালের স্প্যানিশ ইউরোজয়ী দলের অংশ ছিলেন না বুস্কেতস।
তবে ২০১২ ইউরোতে তিনি লা রোহার অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন।
উল্লেখযোগ্য বিষয় হল জাতীয় দলের হয়ে মোট ১৪৩টি ম্যাচ খেললেও বুস্কেতস কিন্তু মাত্র দুইটিই গোল করেছেন। তবে লা রোহার স্বর্ণযুগে দলে তাঁর ভূমিকা নিয়ে কোনওরকম প্রশ্ন থাকতে পারে না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -