Test Records: টেস্টে পাঁচশো উইকেটের ক্লাবে রয়েছেন কে কে?
টেস্টে ক্রিকেটে সর্বাধিক উইকেটের মালিক শ্রীলঙ্কার প্রাক্তন অফস্পিনার মুথাইয়া মুরলিথরন। তিনি ৮০০ উইকেট নিয়েছেন তাঁর টেস্ট কেরিয়ারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুরলি ছাড়া আটশো বা তার বেশি উইকেট আর কেউ নিতে পারেননি। ২২.৭৩ গড় ছিল এই লঙ্কা কিংবদন্তী স্পিনারের।
তালিকায় দ্বিতীয় স্থানে অবশ্যই প্রয়াত অজি লেগস্পিনার শেন ওয়ার্ন। তিনি তাঁর কেরিয়ারে ৭০৮ উইকেট নিয়েছেন।
ওয়ার্ন অস্ট্রেলিয়ার কিংবদন্তী ক্রিকেটারদের একজন। চলতি বছর ৪ মার্চ প্রয়াত হন তিনি।
ইংল্য়ান্ডের তারকা ফাস্ট বোলার জিমি অ্য়ান্ডারসন রয়েছেন তালিকায়। তিনি তাঁর কেরিয়ারে এখনও পর্যন্ত ৬৪৬ উইকেট নিয়েছেন।
অ্যান্ডারসনের বোলিং গড় ২৬.৫২। এই মুহূর্তে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য অ্যান্ডারসন।
একমাত্র ভারতীয় হিসেবে এই তালিকায় জায়গা করে নিয়েছেন অনিল কুম্বলে। ৬১৯ উইকেট নিয়েছেন তিনি।
২০০৮ সালে ক্রিকেট ছাড়ার পর আইসিসির প্যানেলে ছিলেন কুম্বলে। ভারতীয় দলের কোচ হিসেবেও কাজ করেছেন। এছাড়া এই মুহূর্তে পাঞ্জাব কিংসের হেডকোচও তিনি।
অস্ট্রেলিয়ার আরও এক কিংবদন্তী পেসার গ্লেন ম্যাকগ্রা রয়েছেন তালিকায়। তাঁর ঝুলিতে রয়েছে ৫৬৩ উইকেট।
মাত্র ২১.৬৪ গড়় ছিল ম্যাকগ্রার। ক্রিকেট থেকে অবসরের পর নিজের স্বেচ্ছাসেবী সংস্থার কাজ নিয়েই ব্যস্ত থাকেন ম্যাকগ্রা।
ইংল্য়ান্ডের পেস ডুয়োর দ্বিতীয় জন স্টুয়ার্ট ব্রড রয়েছেন তালিকায়। তাঁর ঝুলিতে ৫৪১ উইকেট এখনও পর্যন্ত।
ব্রডও বর্তমানে ইংল্যান্ড বনাম নিউজিল্য়ান্ড টেস্ট সিরিজে খেলছেন।
ওয়েস্ট ইন্ডিজের নব্বইয়ের দশকের কিংবদন্তী পেসার কোর্টনি ওয়ালশ রয়েছেন তালিকায় সবার শেষে। টেস্টে পাঁচশো উইকেট নেওয়া প্রথম বোলার ছিলেন তিনি। ঝুলিতে রয়েছে ৫১৯ উইকেট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -