Shane Warne Death: ১ থেকে ...৭০০ উইকেট-কীভাবে একের পর এক সিঁড়ি বেয়ে শেন ওয়ার্ন পৌঁছেছিলেন সাফল্যের শীর্ষে
মাত্র ৫২ বছরেই প্রয়াত হলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্ন। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা বোলার ওয়ার্ন। ৩০ বছর আগে ১৯৯২-এ প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলেন ওয়ার্ন। তারপর সারা বিশ্বের বিভিন্ন স্টেডিয়াম দেখেছে তাঁর ঘূর্ণি বোলিংয়ের শিল্প। ঝলমলে কেরিয়ারে একের পর এক রেকর্ড গড়েছেন তিনি। শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরনের পর দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ম্যাচে (টেস্ট ও একদিনের ম্যাচ মিলিয়ে) এক হাজার উইকেট সংগ্রহের কৃতিত্ব রয়েছে তাঁর দখলে। মুরলীধরন রেকর্ড ভাঙার আগে টেস্ট ক্রিকেট সর্বাধিক উইকেট সংগ্রহের রেকর্ড ছিল ওয়ার্নের দখলেই। টেস্টে তাঁর সংগ্রহ ৭০৮ উইকেট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুধু স্পিন বোলিংয়ের রাজাই নন, কঠিন পরিস্থিতিতে লোয়ার অর্ডারে ব্যাট হাতে অনেকবারই দলের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গিয়েছে ওয়ার্নকে। টেস্টে ৭০৮ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৩ হাজারের বেশি রান করার কৃতিত্বও রয়েছে তাঁর। যদিও তাঁর টেস্টে কোনও শতরান নেই।
২০০৭-এ অস্ট্রেলিয়ার হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজ সিরিজে ৫-০ তে জিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন এই বর্ণময় ক্রিকেটার।
ভারতের বিরুদ্ধে টেস্ট কেরিয়ার শুরু করেছিলেন ওয়ার্ন। তাঁর প্রথম টেস্ট উইকেট ছিল ভারতের বিরুদ্ধে। রবি শাস্ত্রীকে আউট করেছিলেন তিনি। এরপর কেরিয়ারে ২৩ তম টেস্টে শততম উইকেট সংগ্রহ করেন তিনি। দক্ষিণ আফ্রিকার ব্রায়ান ম্যাকমিলানকে আউট করে কেরিয়ারের শততম উইকেট সংগ্রহ করেন তিনি।
শেন ওয়ার্ন দুশোতম টেস্ট উইকেট পেয়েছিলেন কেরিয়ারের ৪২ তম টেস্টে। শ্রীলঙ্কার হাসন তিলকরত্নেকে আউট করে ওয়ার্ন ২০০ তম টেস্ট উইকেট পেয়েছিলেন।
কেরিয়ারের ৬৩ তম টেস্টে এসেছিল ওয়ার্নের ৩০০ তম উইকেট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে জ্যাক কালিসকে আউট করে ৩০০ উইকেট সংগ্রহকারী হয়েছিলেন তিনি।
ওয়ার্ন ৪০০ তম টেস্ট উইকেট পেয়েছিলেন ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্টকে আউট করে। কেরিয়ারের ৯২ তম টেস্টে এই সাফল্য অর্জন করেছিলেন তিনি।
শেন ওয়ার্নের ৫০০ তম শিকার ছিলেন শ্রীলঙ্কার হাসন তিলকরত্নে। কেরিয়ারের ১০৮ তম টেস্টে ৫০০ উইকেট সংগ্রহের কৃতিত্বের অধিকারী হয়েছিলেন তিনি।
ইংল্যান্ডের মার্কাস ট্রেসকোথিককে আউট করে টেস্ট কেরিয়ায় ৬০০ তম উইকেট পেয়েছিলেন ওয়ার্ন। ১২৬ তম টেস্টে ৬০০ উইকেট সংগ্রহের অনন্য নজির গড়েন তিনি।
তাঁর টেস্টে ৭০০ তম উইকেট ছিলেন অ্যান্ড্রু স্ট্রস। কেরিয়ারের ১৪৪ তম টেস্টে ইংল্যান্ডের এই ব্যাটারকে আউট করে ৭০০ উইকটের মাইলস্টোন স্পর্শ করেছিলেন ওয়ার্ন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -