Shardul Thakur Record: একই দিনে তিন কিংবদন্তি বোলারকে পেরিয়ে বিরল কীর্তি গড়লেন শার্দুল
জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ৬১ রানের বিনিময়ে ৭ উইকেট নিয়ে কার্যত একার হাতে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপকে ভাঙেন শার্দুল ঠাকুর। সেই সঙ্গে গড়ে ফেলেন দুরন্ত এক নজির।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএটিই শার্দুলের টেস্ট কেরিয়ারের সেরা বোলিং। শুধু টেস্ট কেরিয়ারের নয়, সিনিয়র ক্রিকেটেও এটাই সেরা বোলিং পারফরম্যান্স।
টেস্টে এর আগে কখনও ৫ উইকটে নেননি তিনি। এতদিন টেস্টে শার্দুলের সেরা বোলিং পারফরম্যান্স ছিল ৬১ রানে ৪ উইকেট।
প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সেরা বোলিং ছিল ৩১ রানে ৬ উইকেট।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে কোনও ভারতীয় বোলারের এটাই সেরা বোলিং।
ঠাকুর টপকে গেলেন আর অশ্বিনকে। এতদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় বোলারদের মধ্যে সেরা পারফরম্যান্স ছিল অশ্বিনের।
২০১৫ সালে নাগপুরে ৬৬ রানের বিনিময়ে ৭টি উইকেট নিয়েছিলেন অশ্বিন।
ওয়ান্ডারার্সে ৬১ রানে ৭ উইকেট নিয়ে শার্দুল উঠে এলেন শীর্ষে।
তালিকার তৃতীয় স্থানে রয়েছেন হরভজন সিং। তিনি ২০০৪ সালে কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক ইনিংসে ৮৭ রানের বিনিময়ে ৭টি উইকেট নিয়েছিলেন।
ওয়ান্ডারার্সে কোনও ভারতীয় বোলারের এটিই সেরা বোলিং পারফর্ম্যান্স। শার্দুল পিছনে ফেলে দেন কিংবদন্তি কুম্বলেকে, যিনি ১৯৯২-৯৩ সালে ৫৩ রানের বিনিময়ে ৬টি উইকেট নিয়েছিলেন জোহানেসবার্গে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -